জি-২০ সম্মেলনে ভিডিওবার্তাও দেবেন না পুতিন
জি-২০ সম্মেলনে ভিডিওবার্তাও দেবেন না পুতিন
ভারতে অনুষ্ঠেয় বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক জোট জি-২০ এবারের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবার এ সম্মেলনে ভার্চুয়ালিও যোগ দেবেন না বলে ঘোষণা এসেছে।
বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
চলতি বছরের জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দুদিনের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এবারের সম্মেলনে পুতিন কোনো ভিডিওবার্তা দেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এমন কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, এবারের জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তার নেতৃত্বে সব কাজ হবে। তিনি এখন প্রতিবেশী দেশ বাংলাদেশ সফরে রয়েছেন।
এর আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত পাঁচ দেশের অর্থনৈতিক জোট ব্রিকস গ্রুপের শীর্ষ সম্মেলনে সশরীরে যোগ দেননি পুতিন। তার পরিবর্তে সের্গেই লাভরভ রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন। অবশ্য ব্রিকস সম্মেলনে না গেলেও তখন ভার্চুয়ালি বক্তব্য দিয়েছিলেন পুতিন। ওই বক্তব্যে ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমাদের সমালোচনা করেছিলেন তিনি।
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যদিও এ ধরনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে ক্রেমলিন। ফলে আইসিসির কোনো সদস্য দেশে গেলে গ্রেফতার হতে পারেন পুতিন।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিদেশ সফর একেবারে কমিয়ে দিয়েছেন পুতিন। গত বছরের জুলাই মাসে ইরান এবং ডিসেম্বরে ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সংক্ষিপ্ত সফরসহ হাতেগোনা কয়েকটি বিদেশ সফর করেছেন তিনি।
আরও পড়ুন
জনপ্রিয়
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!