শুক্রবার দিল্লি আসছেন বাইডেন
শুক্রবার দিল্লি আসছেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে আসবেন। নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক করবেন আমেরিকার প্রেসিডেন্ট।
শনিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে আমেরিকার প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, দুই রাষ্ট্রনেতার ওই বৈঠকে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সহযোগিতার নানান ক্ষেত্র নিয়ে আলোচনা হবে।
আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর (শনি ও রোববার) জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে নয়া দিল্লিতে। ওই বৈঠকে এবার সভাপতিত্ব করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আমেরিকার রাজধানী ওয়াশিংটন থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন বাইডেন। ৮ সেপ্টেম্বর (শুক্রবার) দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদির আমেরিকা সফরের সময় বাইডেন জানিয়েছিলেন, তিনি সেপ্টেম্বরের জি-২০ শীর্ষ সম্মেলনের দিকে তাকিয়ে রয়েছেন। তবে বাইডেন এলেও জি-২০ শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেবেন না বলে ইতোমধ্যেই মস্কোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, সে সময় জরুরি সামরিক কর্মকাণ্ডের কারণেই প্রেসিডেন্ট পুতিন শারীরিকভাবে জি-২০ সম্মেল হাজির থাকতে পারবেন না। তার পরিবর্তে দিল্লি আসছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এছাড়া অনিশ্চয়তা রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদান নিয়েও।
সূত্র : এনডিটিভি, দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুন
জনপ্রিয়
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!