মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের আঘাতে ৩ জনের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৪৩, ৩১ আগস্ট ২০২৩

আপডেট: ১১:৪৫, ৩১ আগস্ট ২০২৩

১৯৪

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের আঘাতে ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ঘূর্ণিঝড় ইডালিয়ার আঘাতে ৩ জনের প্রাণহানি ঘটেছে। এটি এখন দুর্বল হয়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে রূপান্তরিত হয়েছে। তাছাড়া ইডালিয়া গতি পথ পাল্টিয়ে জর্জিয়া ও সাউথ ক্যারোলিনার দিকে এগোচ্ছে।

ঘূর্ণিঝড় ইডালিয়ারর কারণে সেখানে ভারী বৃষ্টি হচ্ছে। এতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে পড়েছে হাজার হাজার গ্রাহক।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, ঘূর্ণিঝড়টি শক্তিশালী ৪ নম্বর ক্যাটাগরিতে পরিণত হয়েছে। উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ মাইল। তবে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যায়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলার পর ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস কেন্দ্রীয় ত্রাণ সহায়তা সমন্বয়ের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন।

এদিকে, একবছর আগে আঘাত হানা ইয়ান ঘূর্ণিঝড়ের ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেনি এলাকাটি। ঘূর্ণিঝড়টিতে অন্তত ১৫০ জন প্রাণ হারিয়েছিল।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত