মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মালয়েশিয়ায় বিমান বিধ্বস্তে নিহত অন্তত ১০

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:৫০, ১৭ আগস্ট ২০২৩

৩০৭

মালয়েশিয়ায় বিমান বিধ্বস্তে নিহত অন্তত ১০

মালয়েশিয়ার যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে দেশটির সেলানগর রাজ্যের এলমিনা শহরে এ ঘটনা ঘটে।

আনাদোলু এজেন্সি এবং ফ্রি মালয়েশিয়া টুডের তথ্যমতে, ছোট এই বিমানটি ল্যাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। সেটি সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরে অবতরণের কথা ছিল। বিমানটি দুর্ঘটনার কবলে পড়লেও পাইলট কোনো জরুরি কল করেননি।

সেলানগর রাজ্যের পুলিশপ্রধান জানান, বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সেখানকার একটি গাড়ি ও মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির চালক ও মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

এ ছাড়া বিমানের ভেতর থেকে ছয়জন যাত্রী এবং দুজন ক্রুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের ময়নাতদন্তের জন্য ক্লাংয়ের টেংকু আম্পুয়ান রহিমাহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত