মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৪ বছর পর দেশে ফিরছেন নওয়াজ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:৪৩, ১১ আগস্ট ২০২৩

২৫৮

৪ বছর পর দেশে ফিরছেন নওয়াজ

দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৯ সালের নভেম্বরে দেশ ছাড়েন পাকিস্তান মুসলিম লিগের (এন) সভাপতি নওয়াজ শরিফ। প্রায় চার বছর পর আগামী মাসে লন্ডন থেকে দেশে ফিরবেন তিনি। 

জিও টিভির ক্যাপিটল টক নামক এক অনুষ্ঠানে এ কথা জানান পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

নওয়াজের ছোট ভাই শাহবাজ শরিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি সুরাহা করার পর আমি লন্ডন সফরে যেতে চাই। সেখানে তার সঙ্গে বসে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করব। যদি সৃষ্টিকর্তা অনুমতি দেন, তিনি (নওয়াজ) পরের মাসে পাকিস্তানে ফিরে আসবেন।

নওয়াজ শরিফ একাধিক মামলার আসামি। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর চিকিৎসার জন্য দেশ ছাড়েন তিনি। পরে বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে আর দেশে ফেরেননি।

গত বছর শাহবাজ শরিফ ক্ষমতায় আসার পর থেকেই নওয়াজের দেশে ফেরার গুঞ্জন শুরু হয়। দেশে ফিরে সব কিছু ঠিক থাকলে নওয়াজ শরিফ পিএমএল-এনের হয়ে নেতৃত্ব দেবেন এবং আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক প্রচারণা চালাবেন বলেও জানান শাহবাজ। 

নির্বাচনে বিজয়ী হলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরিফ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত