মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইতালি উপকূলে অভিবাসীবাহী জাহাজ ডুবে মৃত্যু ৪১

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:৫৯, ৯ আগস্ট ২০২৩

৩০৯

ইতালি উপকূলে অভিবাসীবাহী জাহাজ ডুবে মৃত্যু ৪১

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৪১ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। ওই নৌকা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা স্থানীয় গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়েছে, দুর্যোগ থেকে বেঁচে যাওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের বলেছেন যে, তারা একটি নৌকায় ছিল যেটি তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করেছিল এবং ইতালি যাওয়ার পথে ডুবে গিয়েছিল।

আইভরি কোস্ট এবং গিনি থেকে বেঁচে যাওয়া চারজন বুধবার ল্যাম্পেডুসা পৌঁছেছেন। তারা এমন তথ্য জানিয়েছেন।

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পারাপারে এ বছর এখন পর্যন্ত ১৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

তিউনিসিয়ার কর্তৃপক্ষ বলছে, ল্যাম্পেডুসা থেকে প্রায় ৮০ মাইল (১৩০ কিমি) দূরে অবস্থিত একটি বন্দর শহর স্ফ্যাক্স। ইউরোপে নিরাপত্তা ও উন্নত জীবন খোঁজা অভিবাসীদের জন্য এটি একটি জনপ্রিয় প্রবেশদ্বার।

সাম্প্রতিক দিনগুলোতে, ইতালীয় টহল নৌকা এবং দাতব্য গোষ্ঠীগুলো ল্যাম্পেডুসায় আগত আরও দুই হাজার অভিবাসীকে উদ্ধার করেছে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত