মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ১৫

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮:১৫, ৬ আগস্ট ২০২৩

২৩৯

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ১৫

পাকিস্তানে ‘হাজরা এক্সপ্রেস’ নামের একটি ট্রেনের কমপক্ষে ১০টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

রোববার (০৬ আগস্ট) পাকিস্তানের সিন্ধ প্রদেশের নওয়াবশাহ শহরের সাহারা রেলওয়ে স্টেশনের কাছে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এদিন দুপুর আড়াইটার দিকে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি করাচি থেকে অ্যাবোটাবাদ যাচ্ছিল।

এছাড়া রেলওয়ের কর্মকর্তা মহসিন সিয়ালের বরাত বলা হয়েছে, হাজরা এক্সপ্রেস দুর্ঘটনার পর সেখানে উদ্ধারকারী দল এবং পুলিশ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় বলা হয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে কয়েক ডজন মানুষকে দেখা গেছে। যাত্রীদের ভাঙা জানালা থেকে বের হয়ে আসতেও দেখা গেছে।

এ ঘটনায় ত্রাণ তৎপরতায় যোগ দেয়ার জন্য একটি ট্রেন লোকো শেড রোহরি থেকে ঘটনাস্থলে যাচ্ছে। দুর্ঘটনাস্থলে পৌঁছাতে অন্তত তিন ঘণ্টা সময় লাগবে।

এদিকে রেলওয়ের বিভাগীয় সুপারিনটেনডেন্ট শুক্কুর মাহমুদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার কারণে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে।

 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত