মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-পাকিস্তান ও আফগানিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক

১০:৩৭, ৬ আগস্ট ২০২৩

৩২০

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-পাকিস্তান ও আফগানিস্তান

ভারত-পাকিস্তান ও আফগানিস্তানে একসঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

রোববার (৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদেনে বলা হয়, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ভারত-পাকিস্তান ও আফগানিস্তানে এই ভূমিকম্প হয়। তবে ভূমিকম্পে এখনও কোনো দেশেই হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সিসমোলজি সেন্টারের পরিচালক জেএল গৌতম বলেন, জম্মু এবং কাশ্মির, পাঞ্জাব, দিল্লি এবং উত্তর ভারতের বেশ কিছু এলাকায় কম্পণ অনুভূত হয়েছে। হিন্দুকুশের ভূপৃষ্ঠের গভীরে ইউরেশিয়ান ও ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগ স্থলে এই ভূমিকম্পের উৎপত্তি ঘটেছে বলে আমরা ধারণা করছি।

জিও নিউজ জানায়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার বেশ কিছু জেলায় কম্পন অনুভূত হয়েছে।

এ ছাড়া হিন্দুকুশ সংলগ্ন আফগানিস্তানের অঞ্চলগুলোতেও কম্পন অনুভূত হয়েছে। তবে ঠিক কোন কোন এলাকায় কম্পন বেশি অনুভূত হয়েছে সেটি জানা যায়নি।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত