মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মণিপুরে বাবা-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:১৫, ৫ আগস্ট ২০২৩

২৪৮

মণিপুরে বাবা-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যা

ভারতের মণিপুর রাজ্যের জাতিগত সহিংসতা কমছেই না। এবার রাজ্যের বিষ্ণুপুর জেলায় সহিংসতায় বাবা-ছেলেসহ তিন নিরস্ত্র গ্রামবাসী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কাউয়াকটার কাছে জেলার উখা টামপাক গ্রামে সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালিয়েছে। 

জানা গেছে, এ সময় জঙ্গিদের বেপরোয়া গুলিতে বাবা-ছেলে ও পাশের ঘরের এক ব্যক্তি নিহত হন। এ সময় তারা নিরস্ত্র অবস্থায় নিজেদের বাড়িতে ছিলেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

যখন দুষ্কৃতকারীরা গুলি চালায়, তখন তিনজনই ঘুমিয়ে ছিলেন। হামলাকারীরা চুড়াচাঁনপুর থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। 

মণিপুর রাজ্য পুলিশ জানায়, গতকাল যৌথবাহিনী দাঙ্গাপীড়িত রাজ্যের ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার রাজ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ার পর তারা গতকাল সাতটি অবৈধ বাংকার ধ্বংস করেছে।

বৃহস্পতিবার বিষ্ণুপুর রাজ্যের তেরাখোঙ্গসাঙ্গবি এলাকায় অজ্ঞাতনামা অস্ত্রধারীদের সঙ্গে রাজ্যের নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময় হয়। এ সময় ৩৫ বছর বয়সি এক নারী আহত হন।

পুলিশ জানায়, ওই নারীর নাম আরিবাম ওয়াহিদা বিবি। তার হাতে গুলি লেগেছে। ইম্পলের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

কর্মকর্তারা বলছেন, একই দিন বিষ্ণুপুরের নারাসিনায় একদল দুষ্কৃতকারী ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবি) রাজ্যের সদর দপ্তরে ঢুকে বিপুল অস্ত্র লুট করে। ইম্পলের পশ্চিমে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত