মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ মার্কিন নৌ সদস্য গ্রেপ্তার

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:৪৬, ৪ আগস্ট ২০২৩

২২৪

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ মার্কিন নৌ সদস্য গ্রেপ্তার

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে মার্কিন নৌবাহিনীর দুই কর্মরত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিচার বিভাগ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র নৌ বাহিনীর এই দুই ব্যক্তিকে বেইজিংয়ের কাছে গোপন তথ্য বিক্রির সন্দেহ করছে। এসব তথ্যের মধ্যে যুদ্ধজাহাজ এবং তাদের অস্ত্র ব্যবস্থার ম্যানুয়েল, সেইসাথে রাডার সিস্টেমের ব্লু-প্রিন্ট এবং একটি বিশাল মার্কিন সামরিক মহড়ার পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল।

এফবিআই-এর কাউন্টার ইন্টেলিজেন্স ডিভিশনের সুজান টার্নার বলেছেন, ‘এই দুই নৌ সদস্য আমাদের গণতন্ত্রকে দুর্বল করার জন্য চীনের নিরলস, আক্রমণাত্মক প্রচেষ্টার একটি অনুস্মারক এবং যারা এটি রক্ষা করে তাদের হুমকি দেয়।’

চীন ‘স্পর্শকাতর সামরিক তথ্য সুরক্ষিত করার জন্য তালিকাভুক্ত কর্মীদের আপস করেছে যা মার্কিন জাতীয় নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলতে পারে।’

এক সংবাদ বিঞ্জপ্তিতে বিচার বিভাগ বলেছে, নাবিক জিনচাও ওয়েই, যিনি সান দিয়েগোতে ইউএসএস এসেক্সের উভয়চর হামলাকারী জাহাজে কাজ করেছিলেন। জাহাজ এবং তাদের সিস্টেমের পরিচালনার বিশদ বিবরণসহ কয়েক ডজন নথি, ছবি এবং ভিডিও হস্তান্তর করেছিলেন।
এর মধ্যে প্রযুক্তিগত এবং যান্ত্রিক ম্যানুয়ালগুলো অন্তর্ভুক্ত ছিল যা তার নিজের জাহাজের অস্ত্রের সাথে কাজ করে।

২২ বছর বয়সী ওয়েইকে তথ্যের জন্য হাজার হাজার ডলার প্রদান করা হয়েছে বলে অভিযোগ করা হয়। দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাভোগ করতে হবে তাকে।

পৃথক এক বিঞ্জপ্তিতে বিচার বিভাগ বলেছে, পেটি অফিসার ওয়েনহেং ঝাও (২৬) লস অ্যাঞ্জেলেসের উত্তরে নৌ ঘাটি ভেনচুরা কাউন্টিতে তার পার্চ থেকে প্রায় দুই বছর ধরে চীনের পক্ষে গুপ্তচরবৃত্তি করেছিলেন।

ঝাওকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বৃহৎ আকারের মার্কিন সামরিক মহড়া সম্পর্কে তথ্যের জন্য চীনা গোয়েন্দা এজেন্ট প্রায় ১৫হাজার মার্কিন ডলার প্রদান করেছে বলে অভিযোগ রয়েছে। যার মধ্যে উভয়চরের অবতরণের সময় এবং অবস্থানের বিবরণ রয়েছে।

তিনি দক্ষিণ জাপানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে একটি রাডার সিস্টেমের জন্য বৈদ্যুতিক চিত্র এবং ব্লু-প্রিন্ট হস্তান্তর করেছেন বলেও অভিযোগ রয়েছে।

মার্কিন অ্যাটর্নি মার্টিন এস্ট্রাডা বলেছেন, ‘একটি শত্রু বিদেশী রাষ্ট্র দ্বারা নিযুক্ত একজন গোয়েন্দা কর্মকর্তার কাছে এই স্পর্শকাতর সামরিক তথ্য প্রেরণ করে, আসামী আমাদের দেশকে রক্ষা করার জন্য তার পবিত্র শপথের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।’

অভিযোগ প্রমাণিত হলে ঝাও-এর ২০ বছর কারাদন্ড হতে পারে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত