মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রুশ-চীনের নেতার সামনে উত্তর কোরিয়ায় প্যারেড

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:২২, ২৮ জুলাই ২০২৩

২৪৪

রুশ-চীনের নেতার সামনে উত্তর কোরিয়ায় প্যারেড

কোরিয়া যুদ্ধের ৭০ তম বার্ষিকী উপলক্ষে পিয়ংইয়ংয়ে সামরিক প্যারেড হলো। অভিবাদন নিলেন কিম জং উন। কিমের দুই পাশে ছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতা লি হংঝং।

২৭ জুলাই এমনিতেই বিজয় দিবস হিসেবে পালন করে উত্তর কোরিয়া। এবার ছিল তার ৭০তম বার্ষিকী। 

সরকারি মিডিয়া জানিয়েছে, পরমাণু অস্ত্র বহন করতে পারে এমন ক্ষেপণাস্ত্র ও নতুন ড্রোন ছিল প্যারেডের অন্যতম আকর্ষণ। দুইটি অস্ত্রই উত্তর কোরিয়ার সেনার হাতে সদ্য তুলে দেওয়া হয়েছে।

কিম ইল সুং স্কোয়ারে এই প্যারেড হয়। একটা বারান্দা থেকে তা দেখেন কিম জং উন, সের্গেই শোইগু, লি হংঝং ও অন্যরা। উপগ্রহ ছবিতে দেখা গেছে, এই প্যারেড দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন।

করোনার পর এই প্রথম কোনো বিদেশি নেতা উত্তর কোরিয়ায় গেলেন। সের্গেই শোইগু ও লি হংঝংয়ের উপস্থিতি তাই গুরুত্বপূর্ণ।

তাছাড়া রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর এখন অ্যামেরিকার নেতৃত্বে পশ্চিমা দুনিয়ার সঙ্গে রাশিয়া ও তার সহযোগী দেশের বিরোধ তুঙ্গে উঠেছে। এই পরিস্থিতিতে রাশিয়া ও চীনের নেতার উপস্থিতিতে ইন্টার কন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল প্যারেডে সামিল করলো উত্তর কোরিয়া। এই মিসাইল আমেরিকায় গিয়ে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত