মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ || ৭ কার্তিক ১৪৩১ || ১৬ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনা বিশ্ব পরিক্রমা ০৯ জুলাই ২০২০

১৩:০৫, ৯ জুলাই ২০২০

আপডেট: ১৩:৪৫, ৯ জুলাই ২০২০

১৬৭৫

করোনা বিশ্ব পরিক্রমা ০৯ জুলাই ২০২০

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। যাদের মধ্যে গেলো ১৫ দিনেই যুক্ত হয়েছে ৬ লাখ ৫০ হাজার জন। বুধবার দেশটিতে এক দিনে রেকর্ড সংখ্যক ৬৮ হাজারের বেশি মানুষ নতুন আক্রান্ত হয়। পরিস্থিতির ভয়াবহতায় হস্টনে আগামী সপ্তাহের জন্য রিপাপলিকান দলের পূর্ব নির্ধারিত কনভেনশন বাতিল করা হয়েছে। ** নেদারল্যান্ডের একটি হাসপাতাল একজন দর্শণার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তারা বলছে, ওই দর্শণার্থীর বহন করে নেওয়া ভাইরাসই পরে হাসপাতালের কর্মীদের মাঝে ছড়িয়েছে। ** হংকংয়ে তৃতীয় দফায় দেখা দিয়েছে করোনা ভাইরাসের ঢেউ। সেখানে গত দুই দিনে ৩৮ জন নতুন করে আক্রান্ত হয়েছে। দুই মাসের বেশি সময় ধরে আক্রান্তের ঘটনা না থাকার পর এই নতুন আক্রান্ত হওয়ার বিষয়টি উদ্বিগ্ন করে তুলেছে দেশটির কর্তৃপক্ষকে। ** সার্বিয়ায় করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিলে, এবং সপ্তাহান্তে কারফিউ জারি করলে, তার প্রতিবাদে জনগন দেশটির পার্লামেন্ট ভবন ঘেরাও করেছে। ** নতুন এক গবেষণা ব্রিটেনের নিউরোলজিস্টরা বলছেন, কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে যারা সেরে উঠছেন কিংবা অপেক্ষাকৃত কম লক্ষণ যাদের মধ্যে দেখা যায়, তাদের মস্তিষ্কে এর কিছুটা প্রভাব পড়ছে। তারা এই মর্মে সাবধানবাণি উচ্চারণ করেছেন যে, চিকিতসকরা যেনো বিষয়টি এড়িয়ে না যান। ** বিশ্বের পর্যটনভিত্তিক অর্থনীতির দেশগুলো তাদের পর্যটন বাণিজ্য পুনরুদ্ধারে ভ্রমণে ভিসার বাধ্যবাধকতা উঠিয়ে দিয়ে, অবাধ প্রবেশের অফার দিচ্ছে। ইউরোপীয় কোনো কোনো দেশ করোনা ভাইরাসের জন্য মেডিকেল কভারেজেরও সুবিধা রাখছে। তবে সবদেশ এখনই এই সুযোগ পাচ্ছে না। বিশেষ করে যে সব দেশে করোনা সংক্রমন বাড়ছে সেসব দেশ এই সুবিধার বাইরে থাকবে। * করোনা ভাইরাসের উতপত্তি নিয়ে অনুসন্ধান চালাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি অগ্রবর্তী দল চীন গেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত