মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মণিপুরের ঘটনাকে নৃশংস ও ভয়াবহ বলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

ইন্টারন্যাশনাল ডেস্ক

২২:১০, ২৪ জুলাই ২০২৩

২৯০

মণিপুরের ঘটনাকে নৃশংস ও ভয়াবহ বলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দুই আদিবাসী নারীকে ধর্ষণ করে নগ্ন অবস্থায় প্রকাশ্যে রাস্তায় ঘোরানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। একে ‘নৃশংস ও ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন একজন মার্কিন মুখপাত্র। 

এ প্রসঙ্গে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, মণিপুরে যা ঘটেছে তা সমাধানে দিল্লিকে সহায়তায় প্রস্তুত ওয়াশিংটন। এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, তিনি মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটির ব্যক্তিগত মন্তব্যের বিষয়ে কিছুই জানেন না। তবে বিদেশি কূটনীতিকদের ভারতের অভ্যরন্তরীণ ইস্যুতে মন্তব্য করা ঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।

অগ্নিগর্ভ মণিপুরে দুজন কুকি নারীকে প্রকাশ্য রাস্তায় নগ্ন করে ঘোরানোর সাম্প্রতিক একটি ভিডিও সামনে আসায় ক্ষোভের জন্ম দিয়েছে ভারতজুড়েও। ওই দুই নারী গণধর্ষণের শিকার হন বলে জানা গেছে। মণিপুর ইস্যুতে মোদি সরকারের নীরবতায় সমালোচনা চলছে বিভিন্ন মহলে। তোপের মুখে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার আশ্বাস দেন মোদি। প্রতিবাদের ঝড় উঠেছে পার্লামেন্টেও। এই ঘটনাকে ‘চরম সাংবিধানিক ব্যর্থতা’ আখ্যা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গত মে মাস থেকে জাতিগত সহিংসতায় মণিপুরে এ পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষ মারা গেছেন, আহত চার শতাধিক, ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ।

সম্প্রতি রাজ্যে দুই নারীকে নগ্ন করে গ্রামে ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, নগ্ন অবস্থায় দুই নারী গ্রামে হাঁটছেন। তাদের ঘিরে রেখেছে একদল পুরুষ। যৌন নিপীড়নের ঘটনাটি ঘটেছিল দুই মাস আগে। মণিপুরে নারীরা আদিবাসী নারীদের ওপর যৌন হামলায় অভিযুক্ত এক ব্যক্তির বাড়িতে আগুন দিয়েছে। ধর্ষণের ঘটনায় কয়েকজন আটকও হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত