মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ছয় মাসে ২৮৯ শিশুর মৃত্যু: জাতিসংঘ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:৩১, ১৫ জুলাই ২০২৩

২৩৪

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ছয় মাসে ২৮৯ শিশুর মৃত্যু: জাতিসংঘ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রচেষ্টাকালে ২০২৩ সালের প্রথমার্ধে প্রায় ২৮৯ শিশু নিহত হয়েছে। জাতিসংঘ শুক্রবার এ তথ্য জানায়।  

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ বলেছে, এই সংখ্যা ২০২২ সালের প্রথম ছয় মাসে রেকর্ডের দ্বিগুণ হবে। ইউনিসেফ ইউরোপে শিশুদের সুরক্ষার জন্য নিরাপত্তা প্রসারিত আইনি ও এবং সুরক্ষায় আইনি ও সুবিধাজনক পথ খোঁজার আহবান জানিয়েছে। খবর এএফপি’র।

বিশ্বব্যাপী অভিবাসন ও বাস্তুচ্যুতি বিষয়ক ইউনিসেফের প্রধান ভেরেনা নাউস বলেন, প্রকৃত পরিসংখ্যান বেশি হতে পারে কারণ মধ্য ভূমধ্যসাগরে অনেক জাহাজ ডুবিতে সকলেই মারা গেছে বা তাদের রেকর্ড করা হয়নি।

তিনি বলেন, ‘এই মৃত্যু একেবারে প্রতিরোধযোগ্য।’

নাউস বলেন, ২০২৩ সালের প্রথম ছয় মাসে, আনুমানিক ১১,৬০০ শিশু পারাপার করেছে যা ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এবং ২০২৩ সালের প্রথম তিন মাসে প্রায় ৩,৩০০ শিশু ইউরোপে এসেছে। এই সংখ্যা ভূমধ্যসাগরীয় পথে আগত সমস্ত শিশুর ৭১ শতাংশ।

গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা তিন গুণ বেশি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত