শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ || ৭ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ১৭:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০২২

৩৭১৪

সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ

সৌদি আরবের পতাকা এবং জাতীয় সংগীতে কোন পরিবর্তন আসছে না। এর আগে জানানো হয়েছিল নতুন পতাকাতে আর দেখা যাবে না পবিত্র কালেমা তাইয়েবা। আরবী ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সৌদি আরবের নাম।

পতাকা ও জাতীয় সঙ্গীত নিয়ে শূরা কাউন্সিলের প্রধানের বরাতে গাল্ফ নিউজ জানায়, পতাকা ও জাতীয় সঙ্গীতে কোন পরিবর্তন আসছে না। মূলত পতাকা ও জাতীয় সঙ্গীত নিয়ে কোন নিয়ম না থাকায় নতুন আইন করা হয়েছে। 

নতুন আইনে জাতীয় সঙ্গীত ও পতাকাকে অপমান করা হলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড এবং ৩ হাজার রিয়াল জরিমানা ও উভয় দণ্ডের বিধান রাখা হয়েছ। 

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, পতাকার প্রয়োজনীয় সম্মান এবং কালেমাখচিত পতাকাকে অবহেলা ও অনিচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্য আইন করা হয়েছে। 

গত সপ্তাহে পতাকা অবমাননার অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেফতারও করেছে সৌদি পুলিশ। তাদের বিরুদ্ধে সৌদি পতাকাকে ময়লার ভাগাড়ে ফেলে অবমাননার অভিযোগ আনা হয়েছে। তারপরই নতুন আইন করার কথা উঠে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত