বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশকে ১৬১ রানের টার্গেট দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

১৬:১৩, ১৭ অক্টোবর ২০২২

৪০৬

বাংলাদেশকে ১৬১ রানের টার্গেট দিল আফগানিস্তান

টি-২০ বিশবকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ১৬১ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। সোমবার (১৭ অক্টোবর) ব্রিসবেনে অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে আফগানিস্থানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে আফগানিস্থান। ইনিংসের চতুর্থ ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার তালকিন আহমেদ। দলীয় ১৯ রানে ১৬ বলে ১৫ রান করে আউট হন হযরতুল্লাহ জাজাই। এরপর রহমতুল্লাহ গুরবাজ ও ইবরাহীম জাদরান মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৪৩ রানের জুটি গড়েন। দলীয় ৬২ রানে ১৯ বলে ২৭ রান করে আউট হন গুরাবাজ। দলীয় ৯৮ রানে তৃতীয় উইকেট হারালেও এক পাশ উইকেট আগলে রাখেন ইব্রাহীম জাদরান। 


দলীয় ১০৪ রানে রাসুলির বিদায়ের পর ১১৩ রানে ৩৯ বলে ৪৬ রান করে আউট হন ইব্রাহীম জাদরান। এরপর দ্রুতই নাজিবুল্লাহ জাদরানকে ফেরান পেসার হাসান মাহমুদ। অন্যদিকে, বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন অধিনায়ক মোহাম্মদ নবি। দলীয় ১২৭ রানে উসমান ঘানি আউট হলে ১৭ বলে ৪১ রানের মারমুখি ইনিংস খেলে অপরাজিত থাকেন নবি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান সংগ্রহ করে আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ও হাসান মাহমুদ নেন ২টি করে উইকেট। আর তাসকিন আহমেদ নেন ১টি উইকেট।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank