বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৪ শর্তে শুরু হল ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:১৭, ১ অক্টোবর ২০২০

আপডেট: ১৫:১৯, ১ অক্টোবর ২০২০

১০১৬

৪ শর্তে শুরু হল ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা

শুরু হয়েছে ইংরেজি মাধ্যমের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত চলবে এ পরীক্ষা। তবে করোনা সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন কঠোরভাবে মেনে পরীক্ষা আয়োজন করতে হয়েছে ব্রিটিশ কাউন্সিলকে ।

পরীক্ষায় অংশ নিয়েছে, ৫ হাজার ২০০ শিক্ষার্থী। ৪ শর্তে এ পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে কোনো শিক্ষার্থী কোভিড-১৯ এ আক্রান্ত হলে তার দায় ব্রিটিশ কাউন্সিলকেই নিতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া শর্তগুলো :

# স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
# দেশের ৩৫টি ভেন্যুতে প্রতিদিন ১ হাজার ৮০০ পরীক্ষার্থীর বেশি জনের পরীক্ষা নেওয়া যাবে না। পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীর মাঝে দূরত্ব থাকতে হবে ৬ ফুট।
# যে কোন পরিস্থিতি বিবেচনায় সরকার জনস্বার্থে পরীক্ষা নেওয়ার অনুমতি বাতিল করতে পারবে।
# পরীক্ষার সময় শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার দায়-দায়িত্ব নিতে হবে ব্রিটিশ কাউন্সিলকেই।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, “এ বছরের অক্টোবর-নভেম্বর (২০২০) সেশনের ইন্টারন্যাশনাল জিসিএসই, আইজিসিএসই, ও-লেভেল এবং এ-লেভেল পর্যায়ের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। অক্টোবর-নভেম্বর সেশনের পরীক্ষায় যুক্তরাজ্যের পরীক্ষা বোর্ড কেবল পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করবে। পরীক্ষা ছাড়া কোনো ধরনের মূল্যায়ন হবে না। তবে, আর্ট ও ডিজাইন পরীক্ষা এর বাইরে থাকবে। এতে আরও বলা হয়, শিক্ষার্থীরা আগামী মাস থেকে পরীক্ষা দেওয়ার জন্য তাদের পছন্দের কেন্দ্রের বিষয়ে জানবে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ফেস মাস্ক পরা বাধ্যতামূলক। শারিরীক দূরত্ব মেনে পরীক্ষার্থীদের বসতে হবে। নিয়মিত পরীক্ষাকেন্দ্র পরিষ্কার করার পাশাপাশি স্যানিটাইজেশনসহ ব্রিটিশ কাউন্সিলের সুরক্ষা প্রোটোকলগুলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও খুলনার সব পরীক্ষা কেন্দ্রে মানা হবে।

এর আগে এপ্রিল মাসে করোনা সংক্রমণের ভয়াবহতার কারণে বিশ্বজুড়ে মে-জুন সেশনের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ কাউন্সিল। কিছুদিন ধরে শিক্ষার্থীরা অক্টোবর-নভেম্বর সেশনের ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছিল, এ বিষয়ে হাইকোর্টে রিটও করা হয়। তবে শেষমেশ শিক্ষা মন্ত্রণালয়ের শর্ত মেনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন কঠোরভাবে পরীক্ষা নিচ্ছে ব্রিটিশ কাউন্সিল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত