সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৩০ জানুয়ারি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৪৫, ১৭ জানুয়ারি ২০২১

আপডেট: ১৭:৪৮, ১৭ জানুয়ারি ২০২১

১০০২

৩০ জানুয়ারি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। সপ্তাহব্যাপী আয়োজিত এই বাৎসরিক উৎসব চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। 

এসময় শাহবাগের জাতীয় গণগ্রন্থাগার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজে প্রদর্শিত হবে দেশি-বিদেশি শতাধিক চলচ্চিত্র। যে কোন বয়সের মানুষের জন্য উন্মুক্ত থাকবে এই উৎসব, তবে মানতে হবে স্বাস্থ্য নির্দেশিকা। 

চিলড্রেন্স ফিল্ম সোসাইটির উদ্যোগে ২০০৮ সাল থেকে বাংলাদেশে আয়োজিত হয়ে আসছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। শিশু ও তরুণদের জন্য একমাত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এটি। যেখানে ৫টি ক্যাটাগরিতে পুরস্কারের পাশাপাশি শিশু নির্মাতাদের জন্য থাকে কর্মশালা ও আর্থিক প্রণোদনা।

যেসব ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়
শিশু চলচ্চিত্র নির্মাতা (বাংলাদেশ)
শিশু চলচ্চিত্র নির্মাতা (আন্তর্জাতিক)
তরুণ চলচ্চিত্র নির্মাতা (বাংলাদেশ)
বিশেষ চলচ্চিত্র (আন্তর্জাতিক)
আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা (যে কোন দেশ)

এবছর পাঁচটির পাশপাশি নতুন আরেকটি ক্যাটাগরি যোগ হচ্ছে। সামাজিক চলচ্চিত্র বিভাগে এবারের বিষয় ঠিক করা হয়েছে ‘নিউ নরমাল’। 

আরও পড়ুন-** শিশু চলচ্চিত্র উৎসবে ইরানের ‘মেটামরফসিস ইন দ্য স্লটারহাউজ’

এবারের প্রতিযোগিতায় চলচ্চিত্র জমা দেয়ার শেষদিন ছিল ৩০ নভেম্বর। যেখানে বাংলাদেশ থেকে জমা পড়েছে ১৭১ টি চলচ্চিত্র। এর মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ৫১ টি চলচ্চিত্র বাছাই করা হয়েছে প্রদর্শনী ও প্রতিযোগিতার জন্য। এছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র থেকে বাছাই করা হয়েছে শতাধিক চলচ্চিত্র। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank