স্পেনে বাড়ি কিনেছে হালান্ডের পরিবার!
স্পেনে বাড়ি কিনেছে হালান্ডের পরিবার!
স্প্যানিশ সংবাদমাধ্যম কুয়াত্রো’র দাবি, আগামী গ্রীষ্মে দল ছাড়তে চাওয়ার কথা বরুসিয়া ডর্টমুন্ডকে জানিয়েছেন আরলিং হালান্ড। তিনি ক্লাবকে আরও জানান, ইতোমধ্যে স্পেনের মারবেলাতে তার পরিবার বাড়ি কিনেছে। যার অর্থ স্পেনের কোন ক্লাবে দেখা যাবে এই নরওয়েজিয়ান তারকাকে!
সম্প্রতি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাথে তার আলাপ অনেক পথ এগিয়েছে। অন্যদিকে জোয়ান লাপোর্তে বার্সেলোনার সভাপতি হওয়ার পর কাতালানরাও যোগ দিয়েছে তাকে দলে নেয়ার ভিড়ে। কুয়াত্রোর কথা সত্যি হলে, এই দুই ক্লাবের যে কোন একটিতে দেখা যাবে হালান্ডকে।
বরুসিয়ার হয়ে রীতিমত গোলমেশিন হয়ে গেছেন এই ২০ বছর বয়সী স্টাইকার। চলতি মৌসুমে ৩১ ম্যাচে করেছেন ৩৩ গোল। জার্মান ক্লাবটির হয়ে গোলে সহায়তা করেছেন ৮টিতে। এছাড়া দুই ম্যাচে চার গোল করে একই শেষ ষোলোতে সেভিয়াকে বাদ দিয়েছেন।
এদিকে হালান্ডের সাথে বরুসিয়ার ২০২৪ সাল পর্যন্ত চুক্তি থাকলেও আগামী মৌসুমে তার রিলিজ ক্লজ হবে মাত্র ৮৫ মিলিয়ন ইউরো। তাই ভালো দাম পেতে তার জন্য ১৮০ মিলিয়ন ইউরো হাঁকছে বরুসিয়া।
সেজন্যই হালান্ডের ভবিষ্যত জানতে অপেক্ষা করতে হবে। করোনায় ক্লাবগুলোর আর্থিক ক্ষতির কারণে কোন ক্লাবই বড় অংকের অর্থ দিয়ে তাকে দলে নিতে পারবে না। তারপরও যদি দেখা যায় কোন ক্লাব তাকে দলে নিতে পারেনি তবে সেটা হবে আশ্চর্যের বিষয়। তবে এটা সত্য, ইউরোপের কোন এলিট ক্লাবেই ভবিষ্যতে দেখা যাবে বর্তমান চ্যাম্পিয়ন্স লীগের সর্বোচ্চ গোল স্কোরারকে।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান