সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে সুরক্ষায় রেজিস্ট্রেশনের নির্দেশ

অপরাজেয় বাংলা ডেস্ক

১১:৪৬, ২৯ অক্টোবর ২০২১

আপডেট: ১১:৪৮, ২৯ অক্টোবর ২০২১

৪৪২

স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে সুরক্ষায় রেজিস্ট্রেশনের নির্দেশ

স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে সুরক্ষায় রেজিস্ট্রেশনের নির্দেশ
স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে সুরক্ষায় রেজিস্ট্রেশনের নির্দেশ

শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম স্বাভাবিক করতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা পেতে সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুকের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে এতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার জন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যে তথ্য পাওয়া গেছে, এর মধ্যে সঠিক ফরম্যাটের তথ্য সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। 

শিক্ষার্থীদের কোডিড-১৯ টিকা গ্রহণের লক্ষ্যে সুরক্ষা ওয়েবসাইটে জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের লিংকে (https://surokkha.gov.bd/birth-reg-enroll) ঢুকে দ্রুততম সময়ে জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

যেভাবে কেন্দ্র নির্বাচন

অফিস আদেশে কেন্দ্র নির্বাচনের বিষয়ে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন’ এবং টিকা গ্রহণের কেন্দ্র হিসেবে ‘ঢাকা স্কুল কেন্দ্র (উত্তর)’ নির্বাচন করবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ এবং টিকা গ্রহণের কেন্দ্র হিসেবে ‘ঢাকা স্কুল কেন্দ্র (দক্ষিণ)’ নির্বাচন করবে।

এতে আরও বলা হয়েছে,রেজিস্ট্রেশনের সময় দেয়া মোবাইল ফোনে টিকা নেয়ার তারিখ এসএমএসের মাধ্যমে এবং সংশ্লিষ্ট কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা টিকা নেবে সেটি পরে জানানো হবে।

অফিস আদেশে বলা হয়েছে,আগে পাঠানো তথ্য অনুযায়ী কোনো শিক্ষার্থী সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে না পারলে তাদের সঠিক তথ্য আগের নির্দেশনা অনুযায়ী সঠিক ফরম্যাটে এক্সেল ফাইলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঠাতে হবে।

জন্ম নিবন্ধন নম্বর টেক্সট ফরম্যটে এবং এক্সেল শিটে নির্ধারিত তারিখের ফরম্যাট অনুযায়ী (yyyy-mm-dd) ইমেইলে ([email protected]) পাঠাতে হবে।

পাঠদান কার্যক্রম স্বাভাবিক করতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এসব শিক্ষার্থীকে গণটিকা দেয়া শুরুর কথা ছিল ৩০ অক্টোবর।

স্কুলশিক্ষার্থীদের এরই মধ্যে পরীক্ষামূলক করোনা প্রতিরোধী টিকা দেয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে ১৪ অক্টোবর মানিকগঞ্জে ১০০ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়।

বড় পরিসরে স্কুলশিক্ষার্থীদের টিকার আওতায় আনতে পরিকল্পনা চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। পরিকল্পনার অংশ হিসেবে প্রতিদিন ১২ থেকে ১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত