রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সুনামি কীভাবে ঘটে?

সাই-টেক ডেস্ক

১৮:৩৬, ২৪ জানুয়ারি ২০২২

৯৫৫

সুনামি কীভাবে ঘটে?

২০২২ সালের ১৫ জানুয়ারি শনিবার পলিনেশিয়ার দ্বীপদেশ টোঙ্গায় সমুদ্রের তলদেশে অগ্ন্যুৎপাতের পর ৪৯ ফুট উচ্চতার সুনামি শুরু হয়। এ প্রাকৃতিক দুর্যোগে প্রায় তিন জন মারা যান, এবং দেশটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

এ সুনামিতে বেশি প্রাণহানি না ঘটলেও ইতিহাসে অনেকগুলো সুনামিতেই মানুষের করুণ পরিণতি হয়েছিল। বিশাল বিশাল ঢেউয়ের আঘাতে যেমন ধ্বংস হয়েছে বিলিয়ন ডলারের অবকাঠামোগত সম্পদ তেমনিভাবে মারা গেছেন লাখ লাখ মানুষ।

আজকের লেখায় জানা যাবে কীভাবে একটি সুনামি তৈরি হয়।

আরও পড়ুন: ইতিহাসের কয়েকটি ভয়ংকরতম সুনামি

সুনামি কিন্তু একটি ঢেউ নয়, বরং অনেকগুলো ঢেউয়ের সংমিশ্রণ। এর প্রতিটি ঢেউ পাঁচ থেকে ১৫ মিনিট পর্যন্ত থাকতে পারে।

সমুদ্রে হঠাৎ করে কোনো বিচ্যুতি ঘটলে সুনামি তৈরি হয়। বেশিরভাগ সুনামি ঘটে ভূমিকম্পের কারণে। এছাড়া ভূমিধস, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, আবহাওয়া, এবং ধূমকেতু বা উল্কা প্রভৃতির সমুদ্রে পতন ইত্যাদি কারণে সুনামি ঘটে।

সমুদ্রের এই হঠাৎ বিচ্যুতি হলে ঢেউগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। যেমন ভূমিকম্প হলে এর কেন্দ্র থেকে সব পানি ঢেউ হিসেবে চারদিকে ছড়িয়ে পড়ে।

সুনামির ফলে সৃষ্ট ঢেউ কেবল পানির ওপরে থাকে না বরং এ ঢেই সমুদ্রের তলদেশ থেকে সমুদ্রের ওপর পর্যন্ত বিস্তৃত থাকে।

সমুদ্রের গভীরতার ওপর নির্ভর করে সুনামির গতি। গভীর সমুদ্রে যদি সুনামির উৎপত্তি হয়, তাহলে সেটা ঘণ্টায় ৫০০ মাইল বেগে ঢেউ হিসেবে তৈরি হতে পারে। এ গতি একটি জেট বিমানের সমান।

সূত্র: ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত