সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় আজ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আজ সিলেট থেকে দিরাইগামি একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার দুপুর ১১টায় শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী এলাকায় নোয়াগাঁও গ্রামের সামনে পূর্ব পাগলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের আঞ্জব আলীর ছেলে টিপু মিয়া (৩৫) ও একই গ্রামের শমসের আলীর মেয়ে রূপা বেগম (১০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে দিরাইমুখী ‘শুভযাত্রা পরিবহণ’-এর একটি যাত্রীবাহী বাস (চট্ট-মেট্রো জ-১১-০৫৪৮) সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দামোধরতপী এলাকার নোয়াগাঁও গ্রামে পূর্ব পাগলায় আনোয়ার হোসেন মেম্বারের বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই টিপু মিয়া ও রূপা বেগমের নিহত হয়।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. সেলিম জানান, নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`