মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাকিব-তাওহিদের শতরানের জুটি

স্পোর্টস ডেস্ক

১৮:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০২৩

২৭৬

সাকিব-তাওহিদের শতরানের জুটি

সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। ৫৯ রানে ৪ উইকেট পতনের পর দলের হাল ধরেন সাকিব-হৃদয়। পঞ্চম উইকেট তারা ১১৫ বলে ১০১ রানের জুটি গড়েন।

সাকিব আল হাসানের বিদায়ে ভাঙ্গে শতরানের জুটি। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৮৫ বলে ৬টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৮০ রান করেন সাকিব।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩৫ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান। ৪০ রানে ব্যাট করছেন তাওহিদ।

শুক্রবার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের ১২তম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫.৪ ওভারে মাত্র ২৮ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে টাইগাররা। 

ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে ফেরেন লিটন কুমার দাস। লিটনের মতো একই অবস্থা তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের। তিনি শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে ফেরেন। ৩.১ ওভারে ১৫ রানে ফেরেন দুই ওপেনার।

গত বছরের ১০ ডিসেম্বরের পর ওয়ানডে ম্যাচে সুযোগ পেয়ে সুবিধা করতে পারেননি জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া তারকা ওপেনার এনামুল হক বিজয়। তিনি ফেরেন ১১ বলে মাত্র ৪ রানে। 

দলীয় ৫৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন মিরাজ। তার আগে ২৮ বলে এক বাউন্ডারিতে ১৩ রান করেন এই অলরাউন্ডার।

এশিয়া কাপের চলতি আসরে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আসরে নিজেদের শেষ ম্যাচে খেলছে টাইগাররা।

অন্যদিকে ভারত সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলংকাকে হারিয়ে আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। রোববার ফাইনালের আগে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রস্তুতি জোরদার করছে রোহিত শর্মারা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank