মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ষষ্ঠ-নবম শ্রেণির শিক্ষার্থীরা পাচ্ছে আরও ৩ মাসের অ্যাসাইনমেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট

০১:৪২, ১৩ জানুয়ারি ২০২১

আপডেট: ১০:৪৪, ১৩ জানুয়ারি ২০২১

৫৯৬

ষষ্ঠ-নবম শ্রেণির শিক্ষার্থীরা পাচ্ছে আরও ৩ মাসের অ্যাসাইনমেন্ট

কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিশিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। পরীক্ষায় অংশ না নিয়েই প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা নতুন ক্লাসে উঠেছে। বছরের শেষভাগে কিছু অ্যাসাইনমেন্ট করতে হয়েছে মাধ্যমিকের শিক্ষার্থীদের। প্রাথমিকের শিক্ষার্থীরা পেয়েছে অটো পাশ। এরই মধ্যে শুরু হয়ে গেছে নতুন শিক্ষাবর্ষ ২০২১। শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতা ধরে রাখতে মাধ্যমিকের শিক্ষার্থীদের আরও তিন মাস অ্যাসাইনমেন্ট দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবি বলছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বছরেও অ্যাসাইনমেন্ট করতে হবে। শিক্ষার্থীদের শিখন মূল্যায়নের জন্য এই উদ্যোগ। এ লক্ষ্যে আগামী ১২ এপ্রিল পর্যন্ত চার মাসের সিলেবাস নির্ধারণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরে পাঠিয়েছে এনসিটিবি কর্তৃপক্ষ। তবে নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষার্থীরা কোনো অ্যাসাইনমেন্ট পাবে না বলেও জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ইরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়,বিজ্ঞান, কৃষিশিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান– এ সাতটি বিষয়ের ওপর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে মাধ্যমিকের শিক্ষার্থীদের। একই সঙ্গে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিতে ফের চালু হবে সংসদ টিভি, রেডিও এবং অনলাইন ক্লাস।

এই কার্যক্রম মাউশি পরিচালনা করবে। গত কয়েক মাসের অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষকরা অ্যাসাইনমেন্ট নেবেন এবং শিক্ষার্থীর উন্নতি বা অবনতি মূল্যায়ন করতে পারবেন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত