সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শ্রীলঙ্কার বিপক্ষে লড়াকু সংগ্রহ নেদারল্যান্ডসের

স্পোর্টস ডেস্ক

১৫:০৮, ২১ অক্টোবর ২০২৩

২১৬

শ্রীলঙ্কার বিপক্ষে লড়াকু সংগ্রহ নেদারল্যান্ডসের

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ২৬৩ রানের টার্গেট দিয়েছে নেদারল্যান্ডস। সাইব্রান্ড এনগেলব্রেচন্ট ও লোগান বিক ব্যাটিংয়ে ভর করে ২৬২ রান সংগ্রহ করে ডাচরা। 

শনিবার (২১ অক্টোবর) লক্ষ্ণৌতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি নেদারল্যান্ডস। শুরুতেই বিক্রমজিত সিংয়ের উইকেট হারায় তারা। দলীয় ৭ রানে ১৩ বলে ৪ রান করেন তিনি। এরপর ক্রিজে আসেন কলিন আক্রম্যান। তাকে নিয়ে শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন ম্যাক্স ও দাউদ। দুইজনে ৪১ রানের জুটি করেন। দলীয় ৪৮ রানে ২৭ বলে ১৬ রান করে আউট হন তিনি। 

তার আউটের পর দ্রুত আরও ৪ উইকেট হারিয়ে চাপে পরে নেদারল্যান্ডস। কলিন আক্রম্যান ৩১ বলে ২৯ রান করেন। এরপর ক্রিজে আসেন লোগান বিক। তাকে নিয়ে ১৩০ রানের জুটি গড়ে চাপ সামাল দেন সাইব্রান্ড এনগেলব্রেচন্ট। দলীয় ২২১ রানে ৮২ বলে ৭০ রান করে আউট হন তিনি।  

এরপর ক্রিজে আসেন রোলেফ ভ্যান ডার ম্যারে। তাকে নিয়ে ২৩ রানের জুটি করেন লোগান বিক। দলীয় ২৪৪ রানে ৭ বলে ৭ রান করেন রোলেফ ভ্যান ডার ম্যারে। তার আউটের দ্রুতই দুই উইকেট হারিয়ে ২৬২ রানে অলআউট হয় ডাচরা। ৭৫ বলে ৫৯ রান করে আউট হন লোগান বিক। শ্রীলঙ্কাকে হয়ে দিলশান মাদুশাঙ্কা ও কাসুন রাজিথা নেন ৪টি করে উইকেট।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank