সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজাকারদের নিয়ে বিএনপির জন্ম: শেখ হাসিনা

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:৪৯, ৩০ ডিসেম্বর ২০২৩

৩৯৫

রাজাকারদের নিয়ে বিএনপির জন্ম: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে ও রাজাকারদের নিয়ে বিএনপির জন্ম, তারা কখনো মানুষের কল্যাণে কাজ করতে পারে না।’

মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে শনিবার আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ নয়, বিদেশিদের কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি’।

শনিবার বিকেলে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভা মঞ্চে যোগ দেন শেখ হাসিনা। রাজনীতির ৪৩ বছরে প্রথমবারের মতো কালকিনিতে গেলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘১৫ বছরে বাংলাদেশ অনেক বদলে গেছে। নৌকা মার্কা ক্ষমতায় আছে বলেই এই উন্নয়নটা হয়েছে।’

কালকিনি, ডাসার ও সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসন। এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এবার তিনি দ্বিতীয়বারের মতো এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থানে রয়েছেন সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম।

এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচনী জনসভায় অংশ নেন শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, আবার ক্ষমতায় এলে লন্ডন থেকে ধরে এনে তারেক জিয়াকে মানুষ পোড়ানোর জন্য সমুচিত জবাব দেওয়া হবে। বিএনপি–জামায়াতের ক্ষমতায় আসার আর কোনো যোগ্যতা নেই। কারণ, তারা খুনিদের দল, যুদ্ধাপরাধীদের দল।

গতকাল শুক্রবার রাতে শেখ হাসিনা সড়কপথে বরিশাল থেকে টুঙ্গিপাড়া আসেন। আজ শনিবার সকাল থেকেই টুঙ্গিপাড়া জনসভায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতা-কর্মীরা। এতে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নেতা-কর্মীরা সকাল থেকে বাসে-ট্রাকে এবং পায়ে হেঁটে জনসভাস্থলে আসেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত