বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটকিপার বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৬:২৩, ৩০ জুলাই ২০২২

৫১২

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটকিপার বরখাস্ত

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ জন যাত্রী নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩০ জুলাই) দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে সাদ্দামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলাও করেছে রেলওয়ে পুলিশ।

ঘটনা তদন্তে দুটি কমিটি করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার বিকেল ৬টার দিকে রেলওয়ে পুলিশ তাকে আটক করে। পরে রেলওয়ে পুলিশের এএসআই মো. জহির উদ্দিন সাদ্দামকে আসামি করে মামলা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় গেটকিপার সাদ্দাম ওই স্থানে ছিলেন না। তখন তিনি জুমার নামাজে ছিলেন।

এর আগে শুক্রবার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মহানগর প্রভাতী ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। এরই মধ্যে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত