মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মালিকানা প্রমাণে ডিএনএ টেস্ট হবে মহিষের!

সাতরং ডেস্ক

১৭:৪৯, ১৭ মার্চ ২০২১

আপডেট: ২১:২২, ১৭ মার্চ ২০২১

১০৫২

মালিকানা প্রমাণে ডিএনএ টেস্ট হবে মহিষের!

ভারতের উত্তর প্রদেশে এক মহিষের মালিকানা দাবি করছেন দুই কৃষক।
ভারতের উত্তর প্রদেশে এক মহিষের মালিকানা দাবি করছেন দুই কৃষক।

ভারতের উত্তর প্রদেশে এক মহিষের মালিকানা দাবি করছেন দুই কৃষক। কোন সমাধানে আসতে না পেরে শেষ পর্যন্ত ডিএনএ টেস্ট করার পথেই হাঁটছে প্রশাসন। 

গত বছরের আগস্টে নিজের মহিষ চুরি হয়ে গেছে বলে পুলিশে কাছে এফআইআর (সাধারণ ডায়েরি) করেনে রাজ্যের শামলি জেলার আহমেদগড়ের কৃষক চদ্রপাল। পরে খুঁজেও সে মহিষ পায়নি পুলিশ।

চলতি বছরের মার্চের শুরুতে শাহরানপুর জেলায় গিয়ে সত্যভির সিং নামের কৃষকের বাড়িতে নিজের মহিষ দেখতে পেয়েছেন বলে দাবি করেন চদ্রপাল।

পরে খবর দিলে মহিষ উদ্ধার করে চদ্রপালের কাছে ফিরিয়ে দিতে সত্যভিরের বিনপুর গ্রামে যায় পুলিশ। তবে সত্যভির জানান, এই মহিষটি গত কয়েকবছর ধরেই তার কাছে আছে। বিনপুর গ্রামের প্রধানরাও সমর্থন দেন সত্যভিরকে। ফলে খালি হাতেই ফিরতে হয় পুলিশকে। 

কিন্তু থেমে যাননি চদ্রপাল, নিজের কাছে থাকা মা মহিষের সাথে সেই মহিষের ডিএনএ মেলাতে সরাসরি চিঠি লিখেছেন শামলি জেলা এসপির কাছে!

এহেন প্রচেষ্টা দেখে সে কৃষকের জন্য এগিয়ে এসেছেন এসপি সুকীর্তি মাধব। মহিষের ডিএনএ টেস্ট করাতে উচ্চ পর্যায়ে আলোচনা করবেন বলে চদ্রপালকে আশ্বাস দিয়েছেন তিনি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank