বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাঝ মরুতে ধাতব স্তম্ভ, জানা নেই কীভাবে

সাতরং ডেস্ক

১৪:৩৯, ২৪ নভেম্বর ২০২০

আপডেট: ১৭:৪১, ২৪ নভেম্বর ২০২০

৭০৫

মাঝ মরুতে ধাতব স্তম্ভ, জানা নেই কীভাবে

বনসম্পদ বিভাগকে মরুভূমির ভেড়া গণনায় সহায়তা করতে হেলিকপ্টারে চড়ে যুকরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে যাচ্ছিলেন জননিরাপত্তা বিভাগের কয়েকজন জীববিজ্ঞানী।

যাওয়ার সময় হঠাৎ করেই মরু অঞ্চলে একটি ধাতব স্তম্ভ চোখে পড়ে তাদের। যা দেখতে অনেকটা বিখ্যাত চলচ্চিত্র ‘২০০১- আ স্পেস অডিসি’ তে দেখানো স্তম্বের মতো। 

সেখানে থাকা জীববিজ্ঞানীদের একজন প্রথম স্তম্ভটিকে চিহ্নিত করেন। তারপরই ওয়াও! ওয়াও! বলে হেলিকপ্টার ঘুরানোর কথা বলতে থাকেন তিনি। সিএনএনকে এই কথা জানিয়েছে হেলিকপ্টারটির পাইলট ব্রেট হাচিংস। 

দুটি লাল পাথরের মাঝখানে ১০ থেকে ১২ ফুটের চকচকে সিলভার ধাতব স্তম্ভটি যে কারও চোখে পড়বে। প্রথম দেখে হেলিকপ্টারে থাকা ব্যক্তিরা মনে করেছিলেন কেউ এটা পুতে রেখেছে। পাইলট মনে করেন ‘২০০১- আ স্পেস অডিসি’ এর ভক্ত কোন প্রকৌশলী ইচ্ছা করেই এখানে এটা রেখেছে। 

স্তম্ভটি ঠিক কোথায় অবস্থিত তা প্রকাশ করেনি  জননিরাপত্তা দপ্তর (ডিপিএস)।  কীভাবে সেখানে আসলো সেটাও বলতে পারেনি তারা। তবে এই বিষয়ে অনুসন্ধান করা হবে জানিয়েছেন ডিপিএস।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে ইউটার ডিপিএস বিভাগ জানিয়েছে ‘অনুমোদন ছাড়া এমন স্থাপত্য নির্মান অবৈধ। সেটা যেই হোকনা কেন। 
 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank