ভারতে রোনালদোর ভাস্কর্য নিয়ে বিতর্ক
ভারতে রোনালদোর ভাস্কর্য নিয়ে বিতর্ক
ভারতের গোয়ায় পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। ভাস্কর্যটির ওজন চারশ কেজিরও বেশি। দেশের তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করতেই এই ভাস্কর্য তৈরি করা হয়েছে বলে জানান দেশটির রাজ্যমন্ত্রী মাইকেল লোবো।
পর্তুগিজ তারকার ৪১০ কেজি ওজনের ভাস্কর্য সাড়া ফেলেছে রাজ্যজুড়ে। বিভিন্ন জায়গা থেকে বিশালাকৃতির এ ভাস্কর্য দেখতে ভিড় করছেন রোনালদো ভক্তরা। প্রিয় ফুটবলারকে সামনাসামনি দেখা হয়নি কখনও? তাতে কি! সিআরসেভেনের জাদুই এমন যে, তার ভাস্কর্যই মুগ্ধ হয়ে দেখেন সবাই। মুঠোফোনে ছবি তোলেন স্বপ্নের তারকার সঙ্গে।
তবে এ ভাস্কর্য নিয়ে এরই মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। অনেকে বলছেন বিদেশী ফুটবলার হিসেবে রোনালদো এ সম্মান পেতে পারেন না। আবার ভারতের এ অঞ্চলটি অর্থাৎ গোয়া ছিল এক সময় পর্তুগিজদের উপনিবেশ। প্রায় ৬০ বছর আগে পর্তুগিজদের হাত থেকে মুক্ত হয় গোয়া। সে কারণে এই অঞ্চলে পর্তুগালের একজন ফুটবলারে হিসেবে রোনালদোর ভাস্কর্য বির্তক থেকে বাদ যাচ্ছে না।
ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের মধ্যে অন্যতম। তার প্রজন্মের সেরা ফুটবলারের দাবিদারও তিনি। বিশ্বে যার রয়েছে অগণিত ভক্ত। গোটা বিশ্বের তরুণ ফুটবলারদের জন্য অনুকরণীয় এই ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। অ্যাটাকিং ফুটবলারের সব ধরনের স্কিল রপ্ত রোনালদোর। লাফ দিয়ে মাথা উঁচিয়ে অবিশ্বাস্য গোল করার সামর্থ্য তাকে করেছে অনন্য। শেষ মুহূর্তে গোল করে নিজের দলকে ম্যাচে ফেরানোয়ও তার জুড়ি নেই।
গোয়ার রাজ্যমন্ত্রী মাইকেল লোবো বলেন, এই প্রথমবারের মতো ভারতে রোনালদোর ভাস্কর্য তৈরি করা হলো। তরুণদের অনুপ্রাণিত করতেই এটি গড়ে তোলা হয়েছে। ভারতের ফুটবলকে এগিয়ে নিতে এবং তরুণ ফুটবলারদের আগ্রহী করে তুলতে এই ভাস্কর্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান