রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:২৯, ১৮ সেপ্টেম্বর ২০২৩

৩৪৫

ভারত থেকে ৪ কোটি ডিম আমদানির অনুমোদন

ক্রমাগত দাম চড়তে থাকার মধ্যে দেশে প্রথমবারের মতো ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুরুতে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেয়া হয়েছে। আর আমদানির অনুমতি পেয়েছে চারটি প্রতিষ্ঠান।

এই চার প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স এনবড সাপ্লাইয়ার্স, টকইগার ট্রেডিং ওঅর্নব ট্রেডিং লিমিটেড।

ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টির পর সরকার প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দেয়। কিন্তু ব্যবসায়ীরা সরকারের এই সিদ্ধান্ত মানেনি।

ডিমের হালি ৪৮ টাকা নির্ধারণ, আমদানির সিদ্ধান্তডিমের হালি ৪৮ টাকা নির্ধারণ, আমদানির সিদ্ধান্ত
গত ১৪ সেপ্টেম্বর ডিম আমদানির সিদ্ধান্ত জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, প্রথমে অল্প পরিমাণে ডিম আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।প্রথমবারের মতো ডিম আমদানির অনুমতি

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত