সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বড়দিন উপলক্ষে শ্রীলঙ্কায় সহস্রাধিক বন্দির মুক্তি

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫:৫২, ২৫ ডিসেম্বর ২০২৩

২৫৮

বড়দিন উপলক্ষে শ্রীলঙ্কায় সহস্রাধিক বন্দির মুক্তি

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে বড়দিন উপলক্ষে সহস্রাধিক বন্দিকে মুক্তি দিয়েছেন। দেশের বিভিন্ন কারাগারের বন্দীরা বড়দিন উপলক্ষে সাধারণ ক্ষমার আবেদন করলে প্রেসিডেন্ট তা মঞ্জুর করে বিভিন্ন কারাগার থেকে তাদেরকে মুক্তি দিয়েছেন। সোমবার কারাগারের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

কারা কমিশনার গামিনি দিসানায়েকে বলেন, সোমবার মুক্তি পাওয়া ১,০০৪ জনের মধ্যে রয়েছে বকেয়া জরিমানা দিতে না পারার কারণে জেলে থাকা শ্রীলঙ্কানরা।

এরআগে গত মে মাসে বুদ্ধের জন্ম, জ্ঞানার্জন এবং মৃত্যু দিবস ভেসাকের ছুটি উদযাপন উপলক্ষে একই সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হয়। শ্রীলঙ্কা হচ্ছে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ একটি দেশ।

বড়দিনে প্রাক্কালে সপ্তাহব্যাপী সামরিক সমর্থিত মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশ প্রায় ১৫ হাজার গ্রেফতার করার পর দেশটির প্রেসিডেন্ট সর্বশেষ এ সাধারণ ক্ষমার ঘোষণা দেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, মাদকবিরোধী ওই অভিযানে ১৩,৬৬৬ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ১,১০০ জন মাদকাসক্তকে আটক করে বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনী পরিচালিত একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার পর্যন্ত শ্রীলঙ্কার বিভিন্ন কারাগারে প্রায় ৩০ হাজার বন্দি রয়েছে। এসব কারাগারের প্রকৃত ধারণ ক্ষমতা রয়েছে মাত্র ১১ হাজার বন্দি রাখার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত