মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোভিড-১৯

ব্র্যাকের নমুনা পরীক্ষার বুথ চালু থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:৫১, ৯ আগস্ট ২০২০

৯১৪

কোভিড-১৯

ব্র্যাকের নমুনা পরীক্ষার বুথ চালু থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

বেসরকারি সংস্থা ব্র্যাকের কোভিড-১৯ নমুনা পরীক্ষার বুথ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। তহবিল স্বল্পতার কারণে সংস্থাটির পক্ষ থেকে রাজধানীর বুথগুলো গুটিয়ে আনার প্রাথমিক সিদ্ধান্ত হলেও পরে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফান্ড-এর কাছ থেকে তহবিল পাওয়ার পর আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সেগুলো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ছয়মাস ধরে করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা করতে সারাদেশে ৯৭টি বুথ পরিচালনা করা আসছে ব্র্যাক। এই বুথগুলো ব্র্যাকের নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক এই মর্মে সবাইকে আশ্বস্ত করতে চায়, দেশবাসীর সংকটকালে সরকার ও জনগণের পাশে থেকে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করতে সংস্থাটি প্রতিজ্ঞাবদ্ধ। এই মহামারিতেও ব্র্যাক তার সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে এবং দাতা ও অংশীজনদের সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে যাবে ব্র্যাক।

এর আগে গত ৮ আগস্ট সংবাদ মাধ্যমে খবর আসে রাজধানীতে কোভিড-১৯ নমুনা পরীক্ষার জন্য ব্র্যাকের স্থাপন করা ৩৮ টি বুথ বন্ধ হয়ে যাচ্ছে। খবরটি ছাপা হয় স্বাস্থ্য অধিদপ্তরকে লেখা ব্র্যাকের একটি চিঠির ভিত্তিতে। যেখানে সংস্থাটি জানিয়েছিল ৩১ আগস্টের পর এই বুথগুলো চালু রাখা তাদের পক্ষে সম্ভব হবে না।

ব্র্যাক জানিয়েছে, আন্তর্জাতিক সংস্থা থেকে তহবিল পাওয়ার পর তারা ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের পক্ষে বুথগুলো চালু রাখা সম্ভব।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত