সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্রাজিল দলে বড় পরিবর্তন আসছে

স্পোর্টস ডেস্ক

১৩:৩১, ১১ নভেম্বর ২০২১

৪২৭

ব্রাজিল দলে বড় পরিবর্তন আসছে

বিশ্বকাপ বাছাইয়ে দল সুবিধাজনক অবস্থায় থাকায় দলকে পরখ করে বিশ্বকাপে দল গোছানোরই ইঙ্গিত দিলেন ব্রাজিলের কোচ তিতে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম জানাচ্ছে, আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে সেটা। তাই বড় পরিবর্তনই দেখা যাবে নেইমারদের দলে।

ব্রাজিল দল আগামীকাল সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে। ১১ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট তুলে নিয়ে সেলেসাওরা আছে বিশ্বকাপে নাম লেখানোর দুয়ারেই। তাই দলে পরিবর্তন আনতে চান তিতে। 

শুক্রবার নিজেরদের মাঠ নিও কিমিকা অ্যারেনায় আমীকাল কলম্বিয়ানদের আতিথ্য দেবে ব্রাজিল। সব মিলিয়ে দলে আসতে পারে চারটি পরিবর্তন, জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম। লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার ফিরবেন দলে। উইংব্যাক দানিলোও আছেন তিতের ভাবনায়। 

গত মাসে ব্রাজিলের লড়াইগুলোতে বেঞ্চে জায়গা পাওয়া ডিফেন্ডার মারকিনিয়োসও ফিরবেন আগামী ম্যাচে। ফিরবেন আগের মাসে দাঁতে ইনফেকশনের জন্য দল থেকে ছিটকে যাওয়া ক্যাসেমিরোও। 

বুধবার বিকেলে অনুশীলনেও সেই দল নিয়েই খেলেছে ব্রাজিল। কলম্বিয়া ম্যাচের সম্ভাব্য একাদশটা তাতে দাঁড়িয়েছে এমন- অ্যালিসন; দানিলো, মারকিনিয়োস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো; ক্যাসেমিরো, ফ্রেড, লুকাস পাকেতা; রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার।

গতকাল অনুশীলন সেশনে দলকে বাড়তি খাটিয়েছেন কোচ তিতে। বাড়তি সময় অনুশীলন করাতে ভেন্যুও বদলে নিয়েছেন তিনি। গত বুধবার ব্রাজিলের অনুশীলন হওয়ার কথা নিও কিমিকাতেই। তবে সেখানে অনুশীলন করলে কলম্বিয়ার জন্য সময় রাখতে হতো নেইমারদের। যে কারণে কোচ তিতে সেটা বদলে ব্রাজিল দলকে অনুশীলন করিয়েছেন করিন্থিয়ান্সের মাঠে।

শেষ অনুশীলনে কোচ কিছু কৌশলগত ভুল শুধরে নিয়েছেন, সেটপিসে রক্ষণাত্মক কাঠামো ধরে রাখার কৌশলও। আগামীকাল সকালে এই কৌশলেই হয়তো ম্যাচে খেলবেন নেইমাররা। এরপর ১৭ নভেম্বর ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনার।

৩১ পয়েন্ট তুলে নিয়ে ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে আছে শীর্ষেই। আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে নিতে পারলে, আর বাকি সব ফলাফল নিজেদের পক্ষে এলেই ব্রাজিল চলে যাবে বিশ্বকাপে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank