বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বেসরকারি স্কুল-কলেজে নিবন্ধনধারী শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৪৪, ১৫ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৬:৫০, ১৫ ডিসেম্বর ২০২০

৪৬৪

বেসরকারি স্কুল-কলেজে নিবন্ধনধারী শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা

দেশের বেসরকারি স্কুল-কলেজগুলোতে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময় অর্থাৎ আগামী এক মাস এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) নিয়োগ বঞ্চিত কয়েক শতাধিক নিবন্ধনধারী প্রার্থীর করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ মিয়া জানিয়েছেন, এই আদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) দেওয়া হয়েছে। 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান, ছিদ্দিক উল্ল্যাহ মিয়া ও মহিউদ্দিন হানিফ (ফরহাদ)। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী খুরশিদ আলম খান।

এদিকে সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৫৮ হাজারের বেশি এন্ট্রি লেভেলের শিক্ষক পদ শূন্য আছে। যেগুলোর তথ্য গত ফেব্রুয়ারিতে সংগ্রহ করেছিল এনটিআরসিএ। 

গত ১০ মাসে শূন্য পদের সংখ্যা আরও কয়েকহাজার বেড়েছে। এদিকে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ শুরু করার দাবি জানিয়ে আসছেন নিবন্ধিত প্রার্থীরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত