মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোভিড-১৯ ভ্যাকসিন সমন্বয়ে

বিশ্বের ৫টি ল্যাবের নেটওয়ার্কে আইসিডিডিআর,বি

ডেস্ক রিপোর্ট

১৫:৪২, ২ অক্টোবর ২০২০

আপডেট: ১৫:৪৩, ২ অক্টোবর ২০২০

১২২৭

কোভিড-১৯ ভ্যাকসিন সমন্বয়ে

বিশ্বের ৫টি ল্যাবের নেটওয়ার্কে আইসিডিডিআর,বি

কোভিড-১৯ ভ্যাকসিন পরীক্ষাকে সমন্বিত করতে গঠিত কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশন (সিইপিআই) এর বৈশ্বিক নেটওয়ার্কে আসা পাঁচটি ল্যবরেটরির একটি হয়েছে বাংলাদেশের আইসিডিডিআর,বি।
 
কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার পর শরীরে রোগ প্রতিরোধের সক্ষমতা যাচাই তুলনামূলক বিশ্লেষণ করে দেখবে এই ল্যাবগুলো। 

এ বিষয়ে ঢাকায় আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক অধ্যাপক জন ডি ক্লেমেন্স বলেছেন, কোভিড-১৯ ভ্যাকসিনের রোগ প্রতিরোধের কার্যকারিতা যথাযথ ও প্রক্রিয়াগতভাবে যাচাই করে দেখার বিষয়টি নিশ্চিত করা জরুরি, এর মধ্য দিয়ে ভ্যাকসিনের জনস্বাস্থ্য মূল্য কতটুকু তা দেখতে বৈশ্বিক প্রচেষ্টায় যথার্থ ভূমিকা রাখা যাবে। 

একটি সমন্বিত ল্যাবরেটরি নেটওয়ার্ক গঠনে সিপিআই’র প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই, আর ভ্যাকসিন মূল্যায়নে কয়েক দশকের অভিজ্ঞতা নিয়ে কাজ করা আইসিডিডিআর,বি এই নেটওয়ার্কে যথাযথ অবদান রাখতে প্রস্তুত, বলেন ক্লেমেন্স।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত