বিএনপির আন্দোলন হবে ডু অর ডাই: গয়েশ্বর
বিএনপির আন্দোলন হবে ডু অর ডাই: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপির আন্দোলনও হবে ডু অর ডাই। আমরা বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাই। খালেদা জিয়াকে মুক্ত করতে চাই। জনগণ যদি মুক্ত হয়; খালেদা জিয়াও মুক্ত হবে। গণতন্ত্র মুক্ত না হলে খালেদা জিয়া মুক্ত হবে না।
সরকার পতন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির খুলনা বিভাগীয় রোডমার্চ মঙ্গলবার বিকালে যশোর শহরের মুড়লী মোড়ে এসে পৌঁছলে এক পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমান যুদ্ধের ডাক দিয়েছিল; সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ আজ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন দেশে গণতন্ত্র শেষ করেছে শেখ হাসিনা। সেই গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে প্রতিনিয়ত আমরা মার খাচ্ছি। আর মার খাওয়ার সময় নেই। আঘাত আসলে পাল্টা আঘাত দিতে হবে। তাদের বুঝিয়ে দিতে হবে; মানুষকে আঘাত করলে কেমন ব্যথা লাগে! এই আঘাত গণতান্ত্রিক; এটা অন্যায় নয়! কেননা আমাদের বেঁচে থাকার অধিকার আছে। পথেই যেহেতু নেমেছি; পথেই দাবি আদায় করে বাড়ি ফিরব।
যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু ও মিজানুর রহমান খান।
এর আগে সকালে ঝিনাইদহ থেকে শুরু হয় এ রোডমার্চ। এরপর মাগুরা-যশোর সড়কের শেখপাড়া মসজিদের সামনে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
যশোর শহরের মুড়লি ও অভয়নগরে পথসভা করে খুলনা অভিমুখী যায় রোডমার্চটি। কয়েক হাজার পিকআপ, ট্রাক ও বাস ছাড়াও শতাধিক মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে ১০-১৫ হাজার নেতাকর্মী নিয়ে এ রোডমার্চটি খুলনার শিববাড়ি মোড়ে পৌঁছায়।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`