প্রথমবার মহাকাশ স্টেশনে যাচ্ছেন কৃষ্ণাঙ্গ নারী
প্রথমবার মহাকাশ স্টেশনে যাচ্ছেন কৃষ্ণাঙ্গ নারী
প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ নারী নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘকালীন সময়ের জন্য বাস করতে যাচ্ছেন।
'ক্রু-৪' মিশনের সদস্য জেসিকা ওয়াটকিনস প্রথম নারী নভোচারী যিনি মহাকাশ স্টেশনে দীর্ঘকালীন সময় কাজ করবেন ও বাস করবেন। খবর ইয়াহু নিউজ-এর।
ছয় মাসের জন্য মহাকাশে থাকতে যাচ্ছেন ক্রু-৪ মিশনের সদস্যরা ২০২২ সালের এপ্রিল মাসে মহাকাশে পাড়ি দেওয়ার কথা রয়েছে।
ওয়াটকিনস বলেছেন তার এই যাত্রা কৃষ্ণাঙ্গ ছেলেমেয়েদের, বিশেষত তরুণীদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।
২০০০ সালে মহাকাশ স্টেশন চালু করার পর এখন পর্যন্ত ২৪৯ জন মানুষ সেখানে গিয়েছেন। এদের মধ্যে কেবল সাত জন ছিলেন কৃষ্ণাঙ্গ। প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ হিসেবে মহাকাশ স্টেশনে কাজ করতে যান ভিক্টর গ্লোভার।
তবে আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে ১৯৮৩ সালে প্রথমবারের মতো মহাকাশে পৌঁছান গুইন এস. বুলফোর্ড। ১৯৯২ সালে প্রথম কৃষ্ণাঙ্গ নারী নভোচারী মেই জেমিসন মহাকাশে ভ্রমণ করেন। ওয়াটকিনস হচ্ছেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী নভোচারী যিনি মহাকাশ স্টেশনে বাকিদের চেয়ে বেশিদিন কাটাবেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- বিড়াল ভয়ংকর!
- আপনি কি একজন এমবিভার্ট?
- মাটি খাওয়া মানুষ
- বিষাক্ত পাতাবাহার গাছ
- বঙ্গবন্ধুর যেসব অনন্য উক্তি জাগিয়ে তোলে প্রাণশক্তি
- নাগলিঙ্গম ফুলের সৌরভে...
- বিশ্বব্যাপী গাছে গাছে জুতা ঝুলানো হয় কেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রিকদের শেষ চিহ্ন [ভিডিও স্টোরি]
- টাইটানিক ডোবার ভিন্ন ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী!
- পটকা মাছ কেন বিষাক্ত?