প্রচলিত করোনা টিকার থেকে বেশি সুরক্ষা নাকের স্প্রেতে, গবেষণা
প্রচলিত করোনা টিকার থেকে বেশি সুরক্ষা নাকের স্প্রেতে, গবেষণা
নাকে স্প্রে করে করোনা প্রতিষেধক নেওয়ার গবেষণা অনেকদূর এগিয়েছে। টিকার কার্যকারিতা প্রসঙ্গে গবেষণা বলছে যে, নাকে স্প্রে অনেক বেশি কার্যকারী হয়ে উঠতে পারে। এই ধরণের প্রতিষেধকের মাধ্যমে ভবিষ্যতে সংক্রমণের হারও কমতে পারে।
গোটা পৃথিবী জুড়ে চলছে করোনা টিকা কার্যক্রম। কিন্তু বারবার বিতর্ক হয়েছে টিকাকরণ পদ্ধতি নিয়েও। কারণ, বিজ্ঞানীরা চাইছেন, টিকাকরণ আরও দ্রুততর হোক। তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বর্তমান টিকা পদ্ধতি। তাই গবেষকদের মতে, অনেক সহজে দ্রুত নাকে স্প্রে-র মাধ্যমে করোনা টিকা নেয়া সম্ভব।
তবে কি শুধু পদ্ধতিকে সরল করার জন্য নাকে স্প্রে-র মাধ্যমে টিকাকরণের প্রসঙ্গ উঠছে। না, তা নয়। কারণ ব্রিটিশ গবেষকদের মতে, এই টিকা নিলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা অনেকটাই কমছে। বর্তমানে যে ধরনের টিকা দেওয়া হচ্ছে, তা নেওয়ার পরেও কোভিড ছড়ানোর আশঙ্কা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না। কিন্তু এই নতুন টিকায় প্রায় তেমনই হতে পারে। এছাড়াও নাকে স্প্রে দুটো ডোজও নিতে হবে না। মাত্র একটা ডোজই যথেষ্ট, বলে জানাচ্ছেন গবেষকরা।
বর্তমানে একদমই প্রাথমিক পর্যায়ে আছে এই গবেষণা। অন্যান্য প্রাণীর উপরে টিকার প্রভাব ইতিবাচক পাওয়া গেছে। মানুষের উপর টিকার পরীক্ষার ফল ইতিবাচক হলেই বাজারে আসবে এই টিকা।
আরও পড়ুন
জনপ্রিয়
- পুরুষের দেহে টেস্টোস্টেরন অতিরিক্ত বেড়ে বা কমে গেলে কী হয়?
- বিএসএমএমইউ`র ৩৭০ শয্যার করোনা সেন্টারে রোগী ভর্তি শুরু
- আইসিডিডিআর,বি-র প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক ড. তাহমিদ
- ১০ লক্ষণে বুঝুন আপনার করোনা হয়ে সেরে গেছে
- এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেলেন ড. ফিরদৌসী কাদরী
- সাইমুম তাকিয়ে আছে আমাদের দিকে
- কৈশোর মানব জীবনের এক অনন্য বৈশিষ্ট্য, সঠিক নির্দেশনা জরুরি
- চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে অধ্যাপক স্বপ্নীল
- সখিপুরে চালু হলো ক্যাম্পস এর স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা
- রাবেয়া খেলছে, রোকেয়া পারছে নিজে খেতে, জানাচ্ছে সিএমএইচ