রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পুরুষ সার্জনের হাতেই তুলনামূলক বেশি নারীর মৃত্যু হয়: দাবি গবেষণার

সাই-টেক ডেস্ক

১৫:৫৭, ১০ জানুয়ারি ২০২২

আপডেট: ১৫:৫৮, ১০ জানুয়ারি ২০২২

৪১৩

পুরুষ সার্জনের হাতেই তুলনামূলক বেশি নারীর মৃত্যু হয়: দাবি গবেষণার

শল্যচিকিৎসার ক্ষেত্রে সার্জন পুরুষ হলে নারী রোগীদের জটিলতা ও মৃত্যু নারী সার্জনের তুলনায় বেশি হয় বলে নতুন এক গবেষণায় জানা গেছে।

২০২১ সালের ডিসেম্বর মাসে জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনস-এ গবেষণাটি প্রকাশিত হয়।

১৩ লাখ রোগীর তথ্য থেকে করা এ গবেষণায় দাবি করা হয়েছে শল্যচিকিৎসার ফলাফলের ওপর লিঙ্গবৈষম্য ভূমিকা রাখে। কানাডার টরোন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ গবেষণাটি করেছেন। খবর বিজনেস ইনসাইডার-এর।

২০০৭ থেকে ২০০৯ সালে অপারেশনের টেবিলে যাওয়া রোগীদের তথ্য পর্যবেক্ষণ করেন গবেষকেরা। তাদের অর্ধেক বিপরীত লিঙ্গের সার্জনের কাছ থেকে চিকিৎসা নিয়েছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, যেসব নারী রোগীদের চিকিৎসা পুরুষ সার্জন করেছেন, সে সব নারী রোগীরা, নারী সার্জন থেকে চিকিৎসা নেওয়া নারী রোগীদের তুলনায় ৩২ শতাংশ বেশি মারা যাওয়ার, ১৬ শতাংশ বেশি জটিলতায় ভোগার, ও ১১ শতাংশ বেশিবার পুনরায় হাসপাতালে ভর্তি হওয়ার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।

তবে পুরুষ রোগীদের ক্ষেত্রে চিকিৎসার ফলাফল সার্জনের লিঙ্গের ওপর খুব বেশি প্রভাব ফেলেনি। গবেষণার কো-অথর ডক্টর অ্যাঞ্জেলা জেরাথ মন্তব্য করেছেন, ‘নারী শল্যচিকিৎসকেরা কিছু একটা কাজ সঠিকভাবে করছেন। আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত