সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিজেকে ‘মেরে’, দেশ থেকে পালিয়েও শেষরক্ষা হলো না কোভিডের কারণে

সাতরং ডেস্ক

২০:৩২, ১৫ জানুয়ারি ২০২২

৫৬৫

নিজেকে ‘মেরে’, দেশ থেকে পালিয়েও শেষরক্ষা হলো না কোভিডের কারণে

নিকোলাস আলাহভার্ডিয়ান
নিকোলাস আলাহভার্ডিয়ান

মার্কিন যুক্তরাষ্ট্রের এক নাগরিক অপরাধ করে তা থেকে পার পেতে নিজের মৃত্যুর ঘটনা সাজিয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না তার, করোনাভাইরাসের 'কল্যাণে' তাকে চিহ্নিত করা গেছে শেষ পর্যন্ত।

নিকোলাস আলাহভার্ডিয়ান নামের ওই লোক যুক্তরাষ্ট্র ছেড়ে স্কটল্যান্ডে পালিয়েছেন। সেখানে তিনি মারাত্মকভাবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে হাসপাতালে ভর্তি হন। তাকে ভেন্টিলেটর দিতে হয়।

সেখানেই তার আসল পরিচয় বেরিয়ে পড়ে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যে ফার্স্ট ডিগ্রি রেইপ চার্জ রয়েছে। আদালতের তথ্য অনুযায়ী ২০০৮ সালে মাইস্পেস-এ ২১ বছর বয়সী একজন নারীর সাথে পরিচয় ঘটে। তখন তিনি নিকোলাস রোসি নাম ব্যবহার করতেন।

সে নারী জানান, তিনি আলাহভার্ডিয়ান-এর সাথে সম্পর্ক ছেদ করেন। পরে পাওনা টাকা পরিশোধের কথা বলে তাকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যৌন সহিংসতা চালায় আলাহভার্ডিয়ান।

দেশ ছাড়ার আগে তিনি তার মারা যাওয়ার নাটক সাজান।  ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি তার মৃত্যুর খবর অনলাইনে পর্যন্ত ছাপানো হয়। কিন্তু শেষরক্ষা হলো না। করোনাভাইরাস থেকে বেঁচে গেলেও পুলিশের হাত থেকে আর বাঁচছেন না তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank