শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে: তারেক রহমান

অপরাজেয় বাংলা ডেস্ক

১৮:২৫, ৫ নভেম্বর ২০২৪

১৭৮

দেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে: তারেক রহমান

দেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা রয়ে গেছে, তাই দেশে চলছে রাজনৈতিক ক্রান্তিকাল।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, তরিকুল ইসলামকে হারিয়েছি বলেই হয়তো আজ আরও ভালো পরামর্শ থেকে বঞ্চিত হয়েছি। দেশ ও রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য।

বর্তমান সরকারের সংস্কার বিষয়ে ইঙ্গিত করে বলেন, শুধু বইয়ের কতগুলো লাইন পরিবর্তন করলেই সংস্কার হবে না। জনগণের ভাগ্যের ভালো পরিবর্তন হলেই তবে তা সংস্কার হবে।

বিএনপিই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে দাবি করে তারেক রহমান বলেন, আজ অনেক ব্যক্তি সংস্কারের কথা বলছেন, তবে সবার আগে সংস্কারের প্রস্তাব বিএনপিই দিয়েছিল। ঘোষিত ৩১ দফা সংস্কারের রূপরেখা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত