বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ || ১১ পৌষ ১৪৩১ || ২১ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮২

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:০০, ১ ডিসেম্বর ২০২৪

৯৩

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮২

ফাইল ছবি
ফাইল ছবি

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৪ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮২ জন, ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২,৩৫১ জন।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৬ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহীতে একজন করে বাসিন্দা রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬৭, চট্টগ্রাম বিভাগে ১৪১, ঢাকা বিভাগের বাইরে ২৩৩, ঢাকা উত্তর সিটিতে ১৪০, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৪, খুলনা বিভাগে ৯১, রাজশাহী বিভাগে ৫৪, ময়মনসিংহে ৩৩, রংপুরে ১১ এবং সিলেটে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯২,৩৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬৩.২০% পুরুষ এবং ৩৬.৮০% নারী। একই সময়ে ৪৯৪ জন মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ৫১.৪০% নারী এবং ৪৮.৬০% পুরুষ।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। গেল বছর ৩২১,১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে ১,৭০৫ জন মারা যান, যা ছিল দেশে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১,০১,৩৫৪ জন, ২০২১ সালে ২৮,৪২৯ জন, এবং ২০২২ সালে ৬২,৩৮২ জন। ২০২১ সালে ১০৫ জন এবং ২০২২ সালে ২৮১ জন ডেঙ্গুতে মারা যান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত