মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৫:৩২, ৬ সেপ্টেম্বর ২০২৩

৩২৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গত বুধবার (৩০ আগস্ট) মাঠে গড়িয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। আজ থেকে শুরু সুপার ফোরের লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বেসরকারি চ্যানেল গাজী টিভি এবং টি-স্পোর্টসের পর্দায় দেখা যাবে এশিয়া কাপের লড়াই। এছাড়া ভারতের স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডির পর্দায়ও দেখা যাবে ম্যাচটি।

ম্যাচের একদিন আগেই স্বাগতিক পাকিস্তান তাদের স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে। একই পন্থা অবলম্বন করেছিল নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচেও। স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের পরিবর্তে দলে ঢুকেছেন পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ।

অন্যদিকে বাংলাদেশ না চাইলেও দলে একটি পরিবর্তন করতে হয়েছে। ইনজুরির কারণে ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্তর এশিয়া কাপ শেষ হয়ে গেছে। অথচা তিনি ছিলেন এবারের এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার জায়গায় দলে ঢুকেছেন অভিজ্ঞ ওপেনার লিটন দাস।

২০১৯ বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচের আগে অবশ্য পরিসংখ্যান কথা বলছে পাকিস্তানের পক্ষে। ওয়ানডেতে এখনো পর্যন্ত ৩২টি ম্যাচ খেলেছে দু’দল। এর মধ্যে টাইগারদের জয় মাত্র ৫টিতে, বাকি ৩২টিতেই জয়ী হয়েছে পাকিস্তান।

তবে সবশেষ ৫ ম্যাচের হিসেব করলে জয়-পরাজয়ের পরিসংখ্যানে এগিয়ে টাইগাররাই। যেখানে ৪-১ এ এগিয়ে বাংলাদেশ। যার মধ্যে তিনটি জয়ই এসেছে মিরপুরে, অন্যটি আবুধাবিতে ২০১৮ সালে। পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়টি এসেছিল ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে নর্থাম্পটনে।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে এখনো পর্যন্ত ১৪টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে টাইগাররা। যেখানে বাংলাদেশের মুখে হাসি উঠেছে মাত্র ২টি ম্যাচে। বাকি ১২টি ম্যাচই জিতে নিয়েছে পাকিস্তান। তবে সাকিবদের জন্য আত্মবিশ্বাসের কারণ হতে পারে ২০১৬ এবং ২০১৮ এশিয়া কাপের স্মৃতি।

২০১৬ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ী হয়েছিল বাংলাদেশ। ম্যান ইন গ্রিনদের হারিয়েছিল ৫ উইকেটের ব্যবধানে। এরপর ২০১৮ সালের আসরেও বাংলাদেশ জয়ী হয়েছিল ৩৭ রানের ব্যবধানে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে কোনো ম্যাচই হারেনি পাকিস্তান। তাই লাহোরে কাল জয় পেতে হলে ইতিহাসই সৃষ্টি করতে হবে বাংলাদেশকে।  

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান ঘরের মাঠে ১১টি ম্যাচ খেলে জয় পেয়েছে সবকটিতেই। এবারের এশিয়া কাপেও তারা এসেছে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবেই।

বাংলাদেশ একাদশ

নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামিম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

পাকিস্তানের একাদশ

ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank