বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঝিনাইদহে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝিনাইদহ

১৫:৩৬, ৩ মার্চ ২০২৩

৪২২

ঝিনাইদহে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত অ্যালকোহল পানে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে মারা যান তারা।

নিহতরা হলেন- কালীগঞ্জ শহরের শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে নদীপাড়ার হারুনুর রশিদের ছেলে জাহাঙ্গীর খাঁ, একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার এবং শ্রীলক্ষ্মী সিনেমা হলের পেছনে ঢাকালেপাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন।  

নিহত বিপুল কুমারের ভাই নির্মল কুমার জানান, বৃহস্পতিবার গভীর রাতে তার ভাইয়ের প্রেসার কমে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এ সময় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করে। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

শহরের ঢাকালে পাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানান, বৃহস্পতিবার রাতে নিহতরা কালীগঞ্জ মেইন বাস্টান্ডের রেজা হোমিও হল থেকে অ্যালকোহল পান করে। এরপর অসুস্থ হয়ে পড়েন তারা।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন জানান, রেকর্ড বই অনুযায়ী রাজিব হোসেন অ্যালকোহল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোরে রেফার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, মৃতরা অ্যালকোহল পান করেছিলেন। তারা সবাই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা হাসপাতালে নিলে মারা যান তারা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত