জীবনসঙ্গী হওয়া সত্যিই কঠিন: জয়া আহসান
জীবনসঙ্গী হওয়া সত্যিই কঠিন: জয়া আহসান
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ২০১৭ সালে ‘ঝরা পালক’ সিনেমার কাজ করেন। ওই সময়ে জানানো হয়—স্ত্রী লাবণ্যর সঙ্গে কবি জীবনানন্দ দাশের সম্পর্কের ধূসর দিকটি সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে। দীর্ঘ দিন পর আগামী ২৪ জুন মুক্তি পাচ্ছে এটি।
সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য চরিত্রে দেখা যাবে জয়াকে।
এ বিষয়ে জয়া আহসান গণমাধ্যমকে বলেন, ‘কবিপত্নী হওয়া বেশ কঠিন। তা-ও আবার জীবনানন্দ দাশের মতো কবির। একটু টেনশনই হয়েছিল। ব্রাত্যদা বড় মাপের অভিনেতা। নিজের মতো করে চেষ্টা করেছি লাবণ্যপ্রভা হয়ে ওঠার।’
একজন শিল্পীর স্ত্রী হওয়া যতটা কঠিন, শিল্পীর স্বামী হওয়াটাও কী ততটাই কঠিন? এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, ‘আমার তো স্বামী নেই, কী করে বলি! তবে এটা মনে হয়, স্বামী বা স্ত্রী নয় ‘পার্টনার’ হওয়াটা সত্যিই কঠিন। শিল্পীদের জীবনে কত রকমের ওঠাপড়া, ঝড় থাকে, সেগুলোকে সামাল দিতে একটা শক্ত হাতের প্রয়োজন।’
আর পাঁচটি বায়োপিকের মতো নয় ‘ঝরা পালক’। সিনেমাকে ক্যানভাসের মতো ব্যবহার করে কবির জীবন, তার ভাবনা, দুঃখ-কষ্ট, আবেগ এবং আশেপাশের মানুষজনের কাহিনি ফুটিয়ে তুলেছেন পরিচালক সায়ন্তন মুখার্জি। এতে তরুণ বয়সের জীবনানন্দের ভূমিকায় অভিনয় করেছেন রাহুল অরুণোদয় ব্যানার্জি। অতীতের কিছু কাহিনি সাদা-কালোর আবহে দেখানো হয়েছে। জয়া আহসান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ব্রাত্য বসু, দেবশংকর হালদার, সুপ্রিয় দত্ত, বিপ্লব ব্যানার্জি, কৌশিক সেন প্রমুখ।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!