বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গন্তব্যবিহীন ফ্লাইট, ১০ মিনিটেই টিকেট সোল্ড আউট

সাতরং ডেস্ক

০৮:১২, ১১ অক্টোবর ২০২০

আপডেট: ০৯:৫০, ১১ অক্টোবর ২০২০

১০৪২

গন্তব্যবিহীন ফ্লাইট, ১০ মিনিটেই টিকেট সোল্ড আউট

ফ্লাইটটির কোনো গন্তব্য ছিলো না, অথচ ১০ মিনিটেই বিক্রি হয়ে গেলো সব টিকেট। অস্ট্রেলীয় এয়ার ক্যারিয়ার কান্টাস ঘোষণা করলো তারা সাত ঘণ্টার একটি ফ্লাইট অপারেশন করবে, কিন্তু তার কোনো গন্তব্য থাকবে না। স্রেফ আকাশে উড়ে ঘুরে-ফিরে ফের ল্যান্ড করবে একই বিমানবন্দরে। করোনা ভাইরাস মহামারিতে নিষেধাজ্ঞায় এটাই ছিলো তাদের পরিকল্পনা। 

মজার ব্যাপার হলো, ঘোষণা দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে ফ্লাইটটির সবগুলো টিকিট বিক্রি হয়ে গেলো। 

শুক্রবার (১০ অক্টোবর) ফ্লাইটটি পরিচালনা করে কান্টাস। পাইলট আকাশের খুব নিচে দিয়ে চালিয়ে নিয়ে যান উড়োজাহাজটি। অস্ট্রেলিয়ার উলুরু ও দ্য গ্রেট ব্যারিয়ার রিফের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পান এর যাত্রীরা। 

মোট ১৩৪টি আসনের সবগুলোই বিক্রি হয়ে যায়। আসনের শ্রেণিভেদে একেকটি টিকিট ৫৭৫ ডলার থেকে ২৭৬৫ ডলার দরে বিক্রি হয়। 

তবে ফ্লাইটটি অপারেশন করা হয় বোয়িং ৭৮৭ দিয়ে। সাধারণত দুরপাল্লার যাত্রায় এই উড়োজাহাজ ব্যবহার করা হয়। 

কান্টাসের ইতিহাসে এত দ্রুত টিকিট বিক্রি হয়ে যাওয়ার ঘটনা আর ঘটেনি। 

করোনা ভাইরাসের কারণে যে বড় ক্ষতি এয়ারলাইন্সগুলোর হয়েছে, তা থেকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে এই উদ্যোগ। এশিয়া অঞ্চলে 
উড়োজাহাজে চাপিয়ে এমন প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে আনার ঘটনা আরও রয়েছে। তাইওয়ান ও জাপানে বিভিন্ন এয়ারলাইন্স এ ধরনের সাইট সিইং ফ্লাইট অপারেশন করছে। এভাবে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank