কানাডায় সড়কে বাংলাদেশি নববিবাহিত স্বামী-স্ত্রী নিহত
কানাডায় সড়কে বাংলাদেশি নববিবাহিত স্বামী-স্ত্রী নিহত
কানাডায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নবদম্পতি ইশরাত আলম অন্তু ও তার ভিয়েতনামী বংশোদ্ভূত কানাডিয়ান স্ত্রী ভিভিয়ান নিহত হয়েছেন। রোববার (২৫ জুন) এ ভ্যাংকুভারে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, অন্তু ও তার নব বিবাহিত স্ত্রী ভিভিয়ান এক বন্ধু মারিজসহ টরন্টো থেকে ভ্যাংকুভারে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়। তারা বিয়ের অনুষ্ঠান থেকে একটি উবারে হোটেলে ফিরছিল। ফেরার পথে পিছন থেকে অপর একটি গাড়ির ধাক্কায় উবার-কারটি পানিতে পড়ে যায়। পানিতে নিমজ্জিত অবস্থায় স্পটেই অন্তু ও উবার ড্রাইভার মারা যায়। ভিভিয়ানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। ভাগ্যক্রমে বেঁচে যায় অন্তুর বন্ধু মারিজ।
নিহত অন্তুর পরিবার ইত্তেফাককে জানায়, তারা সবাই টরন্টোর পার্শ্ববর্তী শহর ব্রামটনে বসবাস করতো। তাদের লাশ টরন্টোতেই দাফন করা হবে। তাদের লাশ আনার জন্য আমেরিকা থেকে অন্তুর মামাতো ভাই ও ভাবি সামিন আর আনিকা এখন ভ্যাংকুভারে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ছড়িয়ে পড়ার পর কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- ডা. ফারজানাকে অভিনন্দন
- ওরে বাব্বা কত পিঠার কত নাম!
- রোমে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবার অনলাইন কার্যক্রম ফেসবুকে ল
- মাকে হারালেন আজিজ আহমদ
- স্বজনদের শেষ মাটি দিতে না পারা প্রবাসীদের জীবনে বড় কষ্ট
- বিনা সাক্ষাৎকারে
ভ্রমণ, ব্যবসা ও মেডিকেল ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস - দক্ষিণ এশিয়ার প্রথম হিসেবে
এনওয়াইপিডির লে. কমান্ডার হচ্ছেন বাংলাদেশি আমেরিকান শামসুল হক - কানাডায় পেস এর উদ্যোগে বর্ণবাদ বিরোধী কার্যক্রম শুরু
- নিউইয়র্কে আগ্রাবাদ নাইট, এক মুখরিত সন্ধ্যার গল্প
- বিদেশি সিইও নয়, ব্রিটিশ বাংলাদেশিরা পাবেন নিজ দেশে কাজের সুযোগ