মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনার আঘাত, তবুও লিভারপুলের সাথে খেলবে আ্যাস্টন ভিলা

স্পোর্টস ডেস্ক

২২:১৪, ৮ জানুয়ারি ২০২১

আপডেট: ২৩:৩২, ৮ জানুয়ারি ২০২১

৫৪০

করোনার আঘাত, তবুও লিভারপুলের সাথে খেলবে আ্যাস্টন ভিলা

আ্যস্টন ভিলার একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়ার কোভিড-১৯ আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। শুক্রবার (৮ জানুয়ারি) এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ ইউর্গেন ক্লপের শক্তিশালী লিভারপুল। পূর্ণশক্তির দল না থাকায় ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শংকা তৈরী হলেও শেষ পর্যন্ত খেলবে বলে নিশ্চিত করেছে ভিলা। 

সম্প্রতি আ্যাস্টন ভিলার একাধিক কর্মচারী ও খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হন। এতে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বডিমুর গ্রাউন্ডে ট্রেনিং বন্ধ রাখতে বাধ্য হয় মিডল্যান্ডের ক্লাবটি। রেডদের বিপক্ষে শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১:৪৫ এর ম্যাচটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। 

তবে সব আশংকা উড়িয়ে দিয়ে মাঠে নামছে আ্যাস্টন ভিলা। অফিসিয়াল টুইটার আ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে মিডল্যান্ডরা। অবশ্য মূল দলের কয়জন খেলবেন সে তথ্য প্রকাশ করেনি তারা। অনূর্ধ্ব ২৩ দলের কোচ মার্ক ডেলানিকে আজ দলের দায়িত্বে দেখা যেতে পারে। ভিলা পার্কে অনুষ্ঠিতব্য ম্যাচে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২৩ দল থেকে ১১ জন নির্বাচন করবেন ডেলানি এমনটাই ধারণা করা হচ্ছে।

সম্প্রতি ইংল্যান্ডে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হলে নতুন একটি স্ট্রেইন ধরা পড়ে। গত কিছুদিন জনজীবন স্বাভাবিক হলেও আবার থমকে যেতে শুরু করেছে। অর্থনীতির পাশাপাশি প্রিমিয়ার লীগও ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে পিছিয়ে গেছে প্রিমিয়ার লীগ ও এফএ কাপের কয়েকটি ম্যাচ। অপেক্ষায় থাকা অনেক ম্যাচের ভবিষ্যত হুমকির মুখে। করোনার কারণে পিছিয়ে যাওয়া ম্যাচের ফিকশ্চার নিয়ে ঝামেলা পোহাচ্ছে কর্তৃপক্ষ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank