এবার টেস্ট অধিনায়কত্বও পাচ্ছেন রোহিত!
এবার টেস্ট অধিনায়কত্বও পাচ্ছেন রোহিত!
বিরাট কোহলি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন নিজ থেকেই। ওয়ানডেতে তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় রোহিত শর্মাকে। এবার ভারতীয় সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টস এর খবর, টেস্টেও অধিনায়ক করা হচ্ছে রোহিত শর্মাকে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাতে ইনসাইড স্পোর্ট জানিয়েছে, ‘কোনো সন্দেহ ছাড়াই ভারতের নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা।’
মূলত দক্ষিণ আফ্রিকা সফরে কোহলি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ায় নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে ভারতকে। সহ-অধিনায়ক হওয়ায় এবং ফর্ম বিবেচনায় বিসিসিআই এর প্রথম পছন্দ রোহিতই। এছাড়া তিন ফরম্যটে এক অধিনয়ক পাওয়ার বিষয় তো থাকছেই।
এখন কোহলির জায়গায় রোহিতকে দেওয়ার আগে একটি বিষয় নিয়ে শুধু চিন্তিত বিসিসিআই। সেটি হলো রোহিতের ফিটনেস এবং তিন ফরম্যাট মিলে ওয়ার্কলোড ম্যানেজম্যান্ট। তাই এ বিষয়ে আগে রোহিতের সঙ্গে কথা বলবেন নির্বাচকরা।
বিসিসিআই কর্মকর্তা বলেছেন, ‘(রোহিত টেস্টেও অধিনায়ক হলে) ওয়ার্কলোড অনেক বেড়ে যাবে। তাই রোহিতের নিজেকে অনেক ফিট এবং সতেজ রাখতে হবে। আমার মনে হয়, নির্বাচকরা এ বিষয়ে তার সঙ্গে কথা বলবে। তাকে ফিটনেস নিয়ে বাড়তি কাজ করতে হবে।’
রোহিতের ডেপুটি হিসেবে কাকে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সহ-অধিনায়ক হবে ভারতের পরবর্তী নেতারা। এখন লোকেশ রাহুল, রিশাভ পান্ত, জাসপ্রিত বুমরাহরা ভবিষ্যতের নেতা। তাদেরকে অধিনায়ক হিসেবে গড়ে তুলতে হবে। এদের মধ্য থেকেই একজনকে সহ-অধিনায়ক বাছাই করতে হবে।’
আরও পড়ুন
জনপ্রিয়
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- ফিরে যাচ্ছেন সাকিব
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান